My ClickBD
মনে রাখবেন, কেউ 'IPS with UPS mode Best Quality' লিখে বিজ্ঞাপন দিলে সেটা best quality হয়ে যায় না। যার কাছ থেকে আইপিএস কিনছেন তার বিদ্যার দৌড় কতদুর তা কি আপনি জানেন? সে কি আদৌ electronics নিয়ে পড়াশোনা করেছে? না সে সাধারন একটা ইলেক্ট্রিক মিস্ত্রি, ওস্তাদের কাছে কয়দিন থেকে এখন বিশাল আইপিএস ব্যবসায়ী। আমাদের গর্ব সারা বাংলাদেশে যেখানেই ডিসপ্লে যুক্ত IPS বা UPS দেখবেন, খেয়াল করুন Display টি, সেখানে যদি দেখেন Version LPC 8.22 বা Version LPC 8.4 বা Version LPC 9.2 অথবা Version LPC 9.4 বা Version LPC 9.5 তাহলে সেটি যে বিক্রি করছে সে আমাদের ফ্যাক্টরি থেকে motherboard কিনে সংযো্জন করে বিক্রি করছে। এই ভার্সন আমাদের সফটওয়ার এর ভার্সন। আমরা একদিন Version LPC 1.0 থেকে শুরু করেছিলাম আজ থেকে ৪ বছর আগে। এই প্রোগ্রাম আমাদের এই দেশে বসে লেখা। কোন ইন্ডিয়ান বা চাইনিজ কোম্পানির কোড কিনে এনে না বুঝে প্রোগ্রাম করা নয় যেগুলো সব সময় হ্যাং করে, কারন কোড লেখা সম্পুর্ন নয় এছাড়া কোড এ বাগ আছে। আমরা গর্বের সাথে বলতে চাই বাংলাদেশে ডিসপ্লে দিয়ে বানানো আইপিএস ২ প্রকার, ১, ভারতীয় NATS circuit যা মিস্ত্রিরা ঠিকমত বলতেও পারে না তারা এটিকে বলে 'নাতাশা সার্কিট' (এই NATS circuit Su-Kam ও অন্যান্য বড় indian কোম্পানীগুলো তাদের আইপিএস বানাতে ব্যবহার করে) ২, আমাদের লেখা প্রোগ্রাম যাতে কোন না কোন ভাবে LPC লেখা থাকবেই। আমরা এত কষ্ট করে, সাধনা করে program লিখলাম, একজন শিল্পী যেমন তার চিত্রকর্মে signature দেন তেমন করে আমরাও LPC version নাম্বার দিয়ে signature করেছি। চিনে নিন আমাদের। আমরা আমাদের customer এর ইচ্ছেমত তার নাম, ফোন নম্বর, আর যা চায় তাই লিখে দেই, তাই বলে তো আর সেটা তার বানানো হয়ে যায় না। দেশে আমরা কম পন্ডিত দেখলাম না, যারা বলেন LCD দিয়ে বানানো IPS কম লোকের বানানো দেখলাম না, ভুরি ভুরি আছে। well আমাদের দেখানো লাগবে না, আপনি দেখুন আসলেই আছে কিনা। আমরা এটি কেন লিখছি, আমাদের motherboard দিয়ে মিস্ত্রিরা আইপিএস বানালে কোন সমস্যা ছিল না। কিন্তু এদের লোভ এত বেশী, তারা আমাদের বোর্ড ব্যবহার করে ঠিকই, কিন্তু শুধু বোর্ড দিয়ে তো আইপিএস হয় না transformer লাগবে MosFET/IGBT board লাগবে। তারা অতিরিক্ত লাভের আশায় বাজে কোয়ালিটির transformer আর low end এর MosFET/IGBT board ব্যবহার করে আইপিএস বানিয়ে বিক্রি করছে। কয়েক জন তো এক কাঠি সরস, ৩ বছর warranty দিচ্ছে, এক বছর পর তাকে আর খুজে পাওয়া যায় না। গতবছর আমাদের অফিসে একদিন এক বয়স্ক লোক এরকম এসে বলল "স্যার এই বছর ফাডায়া আইপিএস বেইচা সামনের বছর গেরামে যামুগা, যে টেকা কামামু , হেইডা দিয়া বাডি করমু, এখন ৩ বছর গেরান্টি দিয়া বেচুম, যে কয়ডা বেচতে পারি" - so এই হল অবস্থা। আশাকরি আপনারা বেশির ভাগ এদের খপ্পরে পড়েছেন। আরেক প্রজাতি আছে মাথায় টুপি দিয়ে ঘুরে আর বলে আল্লাহর রহমতে আপনার আইপিএস ভাল চলবে, কিন্তু সে নিজে তার আইপিএস এ ভালভাবে চলার জন্য কিছুই দেয় নি। সে মোটা অংকের টাকা নিবে আপনার কাছ থেকে কিন্তু সার্ভিস এর সময় সে আপনাকে বলবে আল্লাহকে ডাকতে। IPS এর ক্ষেত্রে আমাদের কোম্পানী ওয়ারান্টি হল ২ বছর। আমরা ব্যাটারী সহ সিস্টেম ও বিক্রি করি।আমরা ১ বছর ওয়ারান্টির হামকো, নাভানা,রহিম আফরোজ, ভলভো বা এই জাতীয় কোন ব্যটারী বিক্রি তো করি ই না recommend ও করি না। আমাদের ব্যাটারী ২ বছর ওয়ারান্টি। এটিকে টিউবুলার ও ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারী বলা হয়। এ ক্ষেত্রে Rimso battery উদাহরন। তবে আমাদের ব্যাটারী রিমসো থেকেও দামে কম। আপনি এখন ঠিক করুন কোনটা কিনবেন। আমাদের আইপিএস রহিম আফরোজ এর মত 'এক সেকেন্ড প্লিজ' বন্ধ হয় না। আমাদের motto হওয়া উচিত 'আধা সেকেন্ড ও না প্লিজ'। There are Batteries with one year warranty/guarantee in the market obviously with lower price. Suppose an one year warranty battery with 200 Ampere will cost you 14500, where our 200 Ampere battery currently cost 17550. Please keep that in mind when you are buying one year warranty/guarantee, you are actually investing BDT 14500 for 12 months, that is BDT 1208.33 per month. Other case if you buy a 2 years warranty you are investing 17550÷24 months=BDT 731.25 per month. Sorry to say one year warranty batteries are made with timers now a days after the warranty period you can not extend its use. It is provided because warranty period is over and Battery companies need to sell new battery to customers. Engineer M Mohiuddin CEO Messrs Mohiuddin Corporation Uttara and Mirpur N.B. the price given here is only for 1000VA machine. |