My ClickBD
আপনি কি জানেন, চাকুরিভিত্তিক ইমিগ্রেশনের জন্য ইবি-১ সবার প্রথম পছন্দ? যে সব বিদেশি নাগরিক তাদের নিজস্ব চাকুরি বা যোগ্যতার ক্ষেত্রে শীর্ষস্থানে পৌঁছেছে তাদেরকে ইবি-১ ইমিগ্রেশনের সুযোগ সৃষ্টি করে দেয়। আপনি কি জানেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইবি-১-এর অনুমোদন দেওয়ার হার ৬২% এবং ইমিগ্রেশন-সেন্টারের মাধ্যমে পিটিশন করা হলে এই অনুমোদনের হার ১০০%? একজন বিদেশি তাকেই বলা হবে যার বিজ্ঞান, কলা, শিক্ষা, ব্যবসা কিংবা অ্যাথলেটিক্সে অসাধারণ দক্ষতা এখনও বিদ্যমান রয়েছে এবং তার এ দক্ষতা জাতীয় অথবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং তার অবদান বিভিন্নভাবে ডকুমেন্টের মাধ্যমে স্বীকৃত। ইবি-১-এ গ্রুপের সুবিধাসমূহ হচ্ছে: কোনো শ্রম সার্টিফিকেটের প্রয়োজন নেই। কোনো চাকুরির অফার বা স্থায়ী চাকুরির পদের প্রয়োজন নেই। নিজে নিজে পিটিশন দাখিল করা যায়। সমস্ত ভিসা এখনও রয়েছে। সুতরাং অন্যান্য ক্যাটাগরির তুলনায় এই ক্যাটাগরিতে গ্রিন কার্ড তাড়াতাড়ি পাওয়া যায়। ইমিগ্রেশনের নিয়মকানুন প্রায়শই পরিবর্তিত হচ্ছে। যা আজকে করা সম্ভব হচ্ছে না, আগামীদিন তা হয়তো করা যাবে। আপনার অবস্থা অন্য আরেকজনের অবস্থার সঙ্গে কতোটুকু মিললো বা না মিললো, তা আসলে কোনো বিষয় নয় কারণ প্রতিটি কেসই আলাদা। আমাদের অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নিবৃন্দ ইমিগ্রেশনের নিয়মকানুন এবং ইমিগ্রেশনের জন্য আবেদনকারীদের প্রস্তুতি বিষয়ে সাম্প্রতিক পরিবর্তনসমূহ সম্পর্কে সবসময় আপডেট ও অবহিত থাকেন। ইমিগ্রেশন বিষয়ে আপনার জন্য কী কী অপশন ও অধিকার রয়েছে তা জানার জন্য আপনি আমাদের অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নিদের সঙ্গে কথা বলতে পারেন। আপনি যতোটুকু ভাবছেন, হয়তো তার চেয়েও বেশি অপশন হয়তো আপনার জন্য খোলা রয়েছে। ফ্রি পরামর্শের জন্য আমাদের সঙ্গে এখুনি যোগাযোগ করুন। আমাদের অধিকাংশ সেবাই বিনামূল্যে প্রদান করা হয়। আমাদের সঙ্গে যোগাযোগ সেন্টার ফর ইমিগ্রেশন সার্ভিসেস ৩৪৬০ উইলশায়ার বুলভার্ড, এসটিই ১২২০ লস অ্যাঞ্জেলেস, সিএ ৯০০১২ ফোন: (২১৩) ৬৭৪-৪২১৮ ফ্যাক্স: ২১৩-৭৩৮-০৮২৮ ইমেইল: [email protected] www.immigration-centers.com |