Book Summary ফ্ল্যাপে লিখা কথা রূপকথার গল্পের কোনও জুড়ি নেই। স্বপ্ন, কল্পনার রঙিন জগতে, দূরের আকাশে ইচ্ছেমতন ঘোরাফেরা, ওড়াউড়ি। কেউ বাধা দেওয়ার নেই। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। রাজা-রানী, রাজপুত্র, জীবজন্তু, দৈত্য দানো যে-ই হোক না কেন গলে। পর চরিত্র, রূপকথার তুলনা রূপকথাই। বিশ্বের সব দেশে রূপকথার ভীষণ সমাদর, প্রচুর পাঠক। এই আবেদন ও আকর্ষণ বুঝি চিরকালের। শিশু-কিশোরদের মনের ভুবনকে ভালোলাগার বঙধনু রঙে রাঙিয়ে দিতে পারে মিষ্টি মজার, জমজমাট রূপকথা। এ বইয়ে রূপান্তরিত হয়েছে ৩০ দেশের সেরা ৩০টি রূপকথা। এই দেশগুলো হচ্ছে : তাজিকিস্তান, ওমান, ইন্দোনেশিয়া, ইউএই মালয়েশিয়া, মিয়ানমার, জাপান, ফিলিস্তিন, নেপাল, লাওস, সৌদি আরব, কোরিয়া, আফগানিস্তান, থাইল্যান্ড, ইরান, মঙ্গোলিয়া, ভুটান, ভারত, শ্রীলংকা, কম্বোডিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান, উজবেকিস্তান, ভিয়েতনাম, ফিলিপিন্স, আর্মেনিয়া, চীন, ইরাক, ইসরাইল ও সিরিয়া। শিশু-কিশোর মনের আগ্রহ ও কৌতূহল ঘনীভূত হয় এইসব কল্পকথার মায়াবি বর্ণচ্ছটায়। গল্পের জমাট বুনন, রহস্য, পরিণতি, কাহিনীর নাটকীয়তা পাঠককে আবিষ্ট করে রাখে। এক একটি গল্প এক এক রকম বৈশিষ্ট্য উজ্জ্বল। |