My ClickBD
সৃজনশীল চেতনা আর অসাধারন বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজেকে গড়ে তুলুন ব্যাতিক্রমী হিসেবে। Sotyboard Drawing এর জগতে নিজেকে ফুটিয়ে তুলতে ParrotInMotion Studio এর সাথে থাকুন। ParrotInMotion একটি অন্যতম গতিশীল Production Studio. ParrotInMotion এর উদ্যোগে এবার আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম Storyboard প্রশিক্ষন কর্মশালা। এ এফ এম সাহনেয়াজ সুধি এর পরিকল্পনায় এবং গওশে শাহারিয়ার এর তত্তাবধায়নে আয়োজিত প্রশিক্ষন কর্মশালায় নিজের যোগ্যতাকে অগ্রসর করুন। এ এফ এম সাহনেয়াজ সুধি,বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় কার্টুন শো "মিনা কার্টুন" এর একজন সফল Storyboard artist. তার সক্রিয় পরিকল্পনায় বিখ্যাত "Murgi Keno Mutant" বিভিন্ন পুরষ্কার অর্জন করে। তিনি এখন ParrotInMotion এর একজন Senior Adviser. গওশে শাহারিয়ার সাহরিয়ার এই কর্মশালার প্রধান পরিকল্পনাকারি এবং তত্তাবধায়ক। তিনি একজন সফল লেখক এবং চলচ্চিত্র পরিচালক। তার পরিচালনায় বিভিন্ন কাজ দেশে এবং বিদেশে প্রচারিত হয়। DUFS এবং NSU cine and Drama Club সহ বিভিন্ন পুরষ্কার অর্জন করেন তিনি। Storyboard Artist হয়ে কি করতে পারবেন? ১. যেকোন গল্পের চিত্রপট ফুটিয়ে তোলা ২. অসাধারন চিত্রপটের মাধ্যমে নিজের চেতনাকে তুলে ধরা ৩. যেকোন গল্পের নকশা তৈরি করা ৪. গল্পের নকাশা অনুসারে পরবর্তি পদক্ষেপ সহজ করা এছারাও একজন Storyboard Artist খুব সহজেই তার ভাবনাকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারে। পেশাদার, ডিজাইনার থেকে শুরু করে ছাত্র, শিক্ষক সবাই Storyboard এর মাধ্যমে নিজের সৃজনশীলতাকে প্রস্ফূটিত করতে পারে। আসন সংখ্যা খুবই সীমিত। আপনার আসন নিশ্চিত করতে শিগ্রই আমাদের সাথে যোগাযোগ করুন রেজিষ্ট্রেশনের জন্যে 01782167232 এ কল করুন বিস্তারিত জানতে আমাদের Event এ প্রবেশ করুন https://www.facebook.com/events/1405134586408428/?source=1 |