My ClickBD
প্রথমেই বলে রাখি, এটা কোনো আসল SAMSUNG GALAXY S4 ফোন না। যদিও এটা আসল না, তদপুরি এটার বাজার মুল্য ১৬,০০০-১৮,০০০ টাকা। কেননা এটাই এখন পর্যন্ত SAMSUNG GALAXY S4 এর সব চেয়ে ভালো ক্লোন। তারপরও প্রয়োজনে খবর নিয়ে দেখতে পারেন, এই ফোনটার বর্তমান বাজারদর কেমন আছে। যাই হউক, আমি ২ সপ্তাহ হলো কিনেছি। একদম ফ্রেশ, চকচকে। OUTLOOKING খুবই SMART. ডিসপ্লে কালার অসাধারণ। Amoled Display, কোনো দিক থেকে নেগেটিভে হয়না। ৫০০০ Kbps Bitrate এর Encode করা HD আরামসে চলে। ROM এর স্পেস খুব ভালো। প্রায় ৮.৫ GB. চার্জ খুব ভালো থাকে। হেডফোনএ সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। তবে সেটের সাথে দেয়া ইয়ারফোনটি একেবারেই বাজে। তবে একটা কথা বলে নেয়া ভালো, এটার ছবি মোটামুটি মানের হয়। যদিও বলে ১৩ MP, তাপরেও মনে হয় ৮ MP-র চেয়ে বেশি হবেনা। তবে ছবি উঠে ১৩ MP-তেই। মনে হয় সেটা তারা সফটওয়্যার দিয়ে করে থাকতে পারে। যাই হুক, কিনেছিলাম ভালো ক্যামেরা ফোন মনে করে, তবে কামেরার দিক থেকে পছন্দ না হবার কারণে বিক্রি করে দিচ্ছি। তা না হলে ওভারঅল পারফরমেন্স খুবই ভালো। আমি যাদের থেকে এটা কিনেছি তারা হলো, "Online Market BD" নামক একটি প্রতিষ্ঠান। তাদের অফিস হলো রামপুরা। তারা বেশিরভাগই ক্লোন ফোন আমদানি করে থাকে এবং প্রত্যেকটা ফোনের সাথে ১ বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবাও দিয়ে থাকে। আমি তাদের থেকে এটা ১৭,৫০০ টাকা দিয়ে কিনেছি এবং আমারো ওয়ারেন্টি আছে। এই ফোনটির ডিটেলস সম্পর্কে বলা কষ্টসাধ্য, কেননা এটা একটা ক্লোন ফোন। তবে CPUZ নামের একটা এপ্লিকেশন বাবহার করে আমি মোটামুটি একটা ধারণা পেয়েছি, যেটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। CPU ARCHITECTURE: ARM CORTEX A7 CORES: 4 GPU VENDOR: IMAGINATION TECHNOLOGIES GPU RENDERAR: POWERVR SGX 544MP MODEL: GT-I9500 (JA3GXX) MANUFACTURER: SAMSUNG HARDWARE: MT6589 ANDRID VERSION: 4.2.2 SCREEN RESOLITION: 1920.1080 TOTAL RAM: 1860 MB BATTERY VOLATGE: 4007 MV CAMERA: 13 MP & 2 MP |