My ClickBD
১. কোম্পানী : অমনি মার্কেটিং এন্ড ট্রেডিং কর্পোরেশন। ২. মার্কেটিং : টি-শার্ট, পোলো শার্ট ও অন্যান্য ফ্যাশন দ্রব্যাদি। ৩. পদ : মার্কেটিং প্রোমোশন অফিসার (এমপিও) ৪. পদ সংখ্যা : ৬ জন (চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ)। ৫. প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা : এইচ.এস.সি। ৬. মার্কেটিং সেক্টরে কাজ করার অভিজ্ঞতা : ১ বৎসর। ৭. প্রথম ৩ মাস শিক্ষানুবীস কাল। ৮. মাসিক বিক্রয় টার্গেট : ৩০০ (তিনশত) পিস (শিক্ষানুবীস কালে)। ৯. এমপিও কোন ক্রমেই কোম্পানীর নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে খুচরা বিক্রয়কারীদের নিকট পণ্য বিক্রয় করতে পারবেন না। ১০. প্রতি দিনের বিক্রয়ের টাকা প্রতিদিন কোম্পানীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। ১১. ক্রেতার ফোন নম্বর কালেকটিং শীট যথাযথভাবে পূরণ করে প্রতি সপ্তাহে কম্পিউটারে স্ক্যান করে জমা দিতে হবে। ১২. যেহেতু এমপিও কোম্পানীর পণ্য মার্কেটিং করবেন, তার কাছে কোম্পানীর নগদ টাকা থাকবে, সেই ক্ষেত্র বিবেচনা করে এমপিও-র জামানত ১০,০০০/- (দশ হাজার) টাকা নির্ধারন করা হল, যা এমপিও চাকুরী ছেড়ে দিলে তাকে প্রদান করা হবে। ১৩. শিক্ষানুবীস কালে বেতন প্রতিমাসে সর্বসাকুল্যে ৬,০০০/- (ছয় হাজার) টাকা নির্ধারন করা হল (টার্গেট পূরণ সাপেক্ষে)। ১৪. শিক্ষানুবীস কাল সফল সমাপ্তির পর মাসির বিক্রয় টার্গেট হবে ৫০০ (পাঁচশত) পিস এবং মাসিক বেতন হবে সর্বসাকুল্যে ১০,০০০/- (দশ হাজার) টাকা। ১৫. প্রতি ৬ মাস অন্তর অন্তর টার্গেট এবং বেতন বর্ধিত করা হবে। ১৬. কোম্পানীর নির্দেশে এমপিও-কে তার কর্মস্থলের আশপাশের এলাকা জরিপ করতে হতে পারে। এতে করে এসপিও-র বিক্রয় ত্বরান্বিত হবে ও বৃদ্ধি পাবে। ১৭. এমপিও অন্য কোন কোম্পানীতে চাকুরী থাকা অবস্থায় এই দায়িত্ব পালন করতে পারবেন। এক অর্থে এটা পার্ট-টাইম চাকুরী হতে পারে। তবে শিক্ষানুবীস কাল শেষ হলে তাকে ফুল-টাইম চাকুরীতে বলবৎ করা হবে। ১৮. টার্গেটের অতিরিক্ত বিক্রয়ের ক্ষেত্রে এমপিও প্রতি পিসে ১০% অতিরিক্ত বোনাস পাবেন, যা মাস শেষে বেতনের সাথে যোগ করে তাকে প্রদান করা হবে। ১৯. এমপিও ইচ্ছে করলে অমনি মার্কেটিং এন্ড ট্রেডিং কর্পোরেশনে বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে তাকে আলাদাভাবে কোম্পানীর নিয়মানুযায়ী লভ্যাংস প্রদান করা হবে। ২০. এছাড়াও এমপিও নির্দিষ্ট কোন প্রতিষ্ঠান থেকে অর্ডার এনে দিলে তাকে উপযুক্ত কমিশন প্রদান করা হবে। ২১. কোন এমপিও চাকুরী ত্যাগ করতে চাইলে কমপক্ষে ২ মাস পূর্বে কোম্পানী কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। ২২. উপরোক্ত নিয়মাবলীর সংরক্ষন, পরিবর্তন, পরিবর্ধন ও বিয়োজনের সকল ক্ষমতা অমনি মার্কেটিং এন্ড ট্রেডিং কর্পোরেশন সংরক্ষণ করে। |