My ClickBD
কীটনাশক, ক্যামিকেল ও ফরমালিন নিয়ে দেশের মানুষ এখন আতঙ্কিত। বাজারের ফল-মূল, মাছ-মাংস, শাক-সব্জি কিনতে গেলে ভয়ে ভয়ে থকতে হয়। অনেকই ভাবেন কষ্টার্জিত টাকা দিয়ে খাদ্য কিনছি নাকি বিষ কিনছি!তাই সাধারণ মানুষের এই সমস্যা সমাধানে শাহতাঁজ সফট বাজারে নিয়ে এসেছে ক্যামিকেল মুক্তকরন ষ্টেরিলাইজার মেশিন। র্জামান প্রযুক্তির চায়নায় প্রস্ততকৃত ষ্টেরিলাইজার মেশিনটি সাধারণ খাদ্য পরিচর্যার জন্য কীটনাশক, এন্টিবায়োটিক ও গ্রোথ হরমোন রোধ করে খাদ্যের স্বাদ ও পুষ্টির মান রক্ষা করে আপনার পরিবারকে রাখবে সুস্থ্য ও সবল। কীটনাশক, ক্যামিকেল ও ফরমালিন মেশানো খাবার খাওয়ার ফলে ক্যানসার, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, এর্লাজি, হাই ব্লাড প্রেসার, আলসারসহ হার্ট, কিডনী ও লিভারের নানা রোগে আক্রান্ত হচ্ছে। এর এ থেকে বাচাঁর একমাত্র উপায় কীটনাশক, ক্যামিকেল ও ফরমালিন মুক্ত খাবার গ্রহন করা। যন্ত্রের কার্যকারিতাঃ এটি সহজ বহনযোগ্য সময় নিয়ন্ত্রনে আধুনিক প্রযুক্তির ব্যবহার এটি প্রতিস্থাপন ঝামেলা মুক্ত এবং বিদ্যুত সাশ্রয়ী। উপকারিতাঃ ১। ফল-মূল/মাছ-মাংস/শাক-সব্জিতে কীটনাশক ও রাসায়নিক পদার্থের ৮৫% থেকে ৯৫% জীবাণু, খাদ্যগুণ ধ্বংসকারী উপাদান ও রাসায়নিক পদার্থ থাকলে তা দূরীভূত করে এবং সজিব ও তরতাজা রাখে। ২। ফার্মের মুরগীর গন্ধ দুর করে এবং মাংসের জীবাণু, ব্যাকটেরিয়া ও গ্রোথ হরমোন অপসারণ করে। ৩। ষ্টেরিলাইজার করা পানিতে শিশুদের ব্যাবহৃত খেলনা-সরঞ্জামসহ, রান্নঘরের বাসনপত্রের ব্যাকটেরিয়া ও ভাইরাস এর জীবানু নির্মূল করে। ৪। ষ্টেরিলাইজার করা পানি দ্বারা মুখ ধৌত করলে মুখের ব্রন, মেছতা এবং ব্যাকটেরিয়া জনিত রোগের উপশম হয়। ব্যবহার পদ্ধতিঃ ১। একটি পানি পূর্ন পাত্রের মধ্যে ফল-মূল/মাছ-মাংস/শাক-সব্জি ডুবিয়ে ষ্টেরিলাইজারের বাবল ষ্টোন প্রবেশ করান। ২। বিদ্যুৎ সংযোগ দিন। ৩। ষ্টেরিলাইজারে প্রয়োজন মতো সময় সেট করুন। ৪। মেশিনটি সয়ংক্রীয়ভাবে যথা সময়ে বন্ধ হয়ে যবে। ৫। বাবল ষ্টোনটি তুলে ফেলুন এবং খাদ্যদ্রব্য ১০ মিনিট পর তুলে পরিস্কার পানিতে ধুয়ে নিন। ৫। এবার আপনার ফল-মূল/মাছ-মাংস/শাক-সব্জি ১০০% ক্যামিকেল মুক্ত। এভাবে ষ্টেরিলাইজার করা পানি সকল প্রকার জীবানু মুক্ত করে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। যোগাযোগঃ প্রয়োজন অনলাইন শপ বাসা-৯/৩১, মিরপুর-১৩/বি, ঢাকা। মোবাইল : ০১৯৬৬৬৪৬০০৩ পন্যটি অনলাইনে কিনতে ভিজিট করুন। www.proyjon.com www.ITBazarS.com |