My ClickBD
এম ডি সৈয়দ ওয়ালী উল্লাহ বরিশাল জেলাধীন বাবুগঞ্জ উপজেলার অন্তর্গত চর উত্তর ভূতেরদিয়া গ্রামে সৈয়দ বংশে এক মুসলিম পরিবারে ১৯৮৩ইং তারিখে জন্মগ্রহণ করেন। তার ভোটার আই নম্বর ১৯৮৩০৬১০৩১৩০০০০২৬ বাবার নাম সৈয়দ মাওলানা আব্দুল জব্বার এবং মাতার নাম উম্মে কুলসুম বাবা একজন অবসরপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাতা একজন গৃহিনী তার ভাই বোনের মধ্যে সৈয়দ ওয়ালী উল্লাহ ৪র্থ এবং ভাই এর মধ্যে প্রথম । তিনি গ্রামের একটি মাদ্রাসা থেকে ১৯৯৯ইং সালে দাখিল পাশ এবং পরবর্তীতে সরকারী কবি নজরুল কলেজ থেকে এম,এ পাশ করেন। শিক্ষা জীবন শেষে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন কিন্তু তা বেশি দিন ধরে রাখতে পারলেন না । এক জটিল রোগে আক্রান্ত হয়ে দশটি বছর কর্ম জীবন হারিয়ে ফেলেন। ২০১৪ সালে প্রথম দিকে মোটামোটি আরোগ্য লাভ করেন এবং ঢাকা জেলাধীন মধ্যবাড্ডা অন্তর্গত এক সম্ভ্যান্ত পরিবারের মেয়ে বিবাহ করেন। তার স্ত্রী একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী রত আছেন। সৈয়দ ওয়ালী উল্লাহ সমাজ কল্যাণের সাথে ওতপ্রত ভাবে জড়িত । ২০১৪ সালে আগষ্ট মাসে ১তারিখে দক্ষিণ অঞ্চল উন্নয়ন সংস্থার সভাপতি পদে নিযুক্ত হন। অন্যদিকে দেশের বিভিন্ন দিকগুলো দৈনিক পত্রিকায় তুলে ধরেন । তিনি একজন কলামিস্ট । দেশবাসির কল্যাণের জন্য ২০১৪ সালে পহেলা সেপ্টেম্বরে S.M.C (সৈয়দ মিডিয়া সেন্টার )নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করে সর্বদা মানব কল্যাণের জন্য কাজ করেন। তিনি সকল গ্রাহকদের জীবনের মঙ্গল কামনা করেন। ধন্যবাদান্তে খন্দকার মাহাবুব আলম পরিচালক S.M.C গ্রুপ অন্যান্য প্রক্রিয়ার মধ্যে মিডিয়া যে সকল কাজ করে থাকেন: ১। জমি/ ল্যান্ড প্লট ও রেডি ফ্লাট ক্রয় ও বিক্রয়। ২। শিক্ষার্থীর ক্ষেত্রে কলেজ টু কলেজ স্থানন্তরিত। ৩। ব্যক্তি মালিকানাধীন চাকুরী সলুশন। ৪। নতুন ও পুরাতন গাড়ী ক্রয়-বিক্রয় । ৫। হাউজ ও কার লোনে গ্রাহকদের সহায়তা । ৬। ছাত্র/ছাত্রী ভর্তির ক্ষেত্রে সু-পরামর্শ দেওয়া। ৭। বাড়ী বানানোর প্লান নকশা ও স্টিমিট দেওয়া । আইনের আওতায় মিডিয়া যে কাজ সমূহ করে থাকেন ১। ফৌজদারী, দেওয়ানী, কোম্পানী, শ্রম আইন ও চুক্তি আইন বিষয়ক মামলা । ২। ফ্ল্যাট, দোকান, কারখানা, অংশিদারী ও আমমোক্তার সহ যে কোন চুক্তিনামা । ৩। কোর্ট ম্যারেজ, হলফনামা, লিগ্যাল নোটিশ, চেক ডিসঅনার, নারী ও শিশু নির্যাতন ফৌজদারী মামলার অন্তর্গত যে কোন মামলা । ৪। যে কোন নোটারী পাবলিক । ৫। যে কোন ফৌজদারী মামলার জামিন ও হাইকোর্ট কর্তৃক আগাম জামিন । আরোও অন্যান্য আইনগত সহায়তা । শিক্ষক ও অভিভাবকদের মিডিয়া প্রদত্ত শর্তসমূহঃ ১। প্রথমে উভয় পক্ষ ফরম পূরন করে মিডিয়ার প্রদত্ত ই-মেইলে প্রেরন করতে হবে। ২। প্রত্যেক অভিভাবকের বাসায় তিনজন শিক্ষক ইন্টারভিউমূলক সময় দিবেন এর মধ্যে যে কোন একজন শিক্ষককে অভিভাবকগণ নির্বাচন করতে হবে। ৩। প্রত্যেক শিক্ষক অভিভাবক থেকে ধার্যকৃত বেতনের প্রথম মাসে ৫০% পাবেএবং বাকি ৫০% কর্তন হবে। ৪। কোন শিক্ষক টিউশনি পাওয়ার পরে কোন কারন বশত বিচ্ছেদ ঘটে তাতে মিডিয়া কোন দায়ী থাকিবেনা। ৫। কোন ছাত্র/ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় ভাল রেজাল্ট অর্থাৎ গোল্ডেন + পেলে মিডিয়ার কর্তৃক প্রথ্যেক ছাত্র/ছাত্রী ও শিক্ষককে ডাকযোগে প্রাইজবন্ড দেওয়া হবে। ৬। প্রত্যেক শিক্ষক ভোটার আইডি কার্ডের অথবা অধ্যয়নরত প্রতিষ্ঠানের আইডি কার্ডেও ফটোকপি ফরম পূরনের সাথে এটাষ্ট করে দিতে হবে। ৭। প্রত্যেক শিক্ষক এবং অভিভাবকগণ ফরম পূরনের দিন থেকে ৩০ দিনের মধ্যে শিক্ষক/ টিউশনি দিতে বাধ্য থাকিবে। ৮। কোন শিক্ষক ও অভিভাবকগণের মধ্যে সমস্যা দেখা দিলে উভয় পক্ষকে আইনের আওতায় নিয়ে সমস্যা সমাধান করা হবে। ৯। শিক্ষক ও গার্ডিয়ান সাক্ষাতের সময় মিডিয়ার কোন ব্যক্তিউপস্থিত থাকিবে না। ১০। একজন শিক্ষক তিনজন অভিভাবক ও একজন অভিভাবক তিনটি শিক্ষক ইন্টারভিউমুলক সুযোগ পাবে। ১১। উপর বর্ণিত শর্ত সমূহ নির্বাচন করলে প্রত্যেক শিক্ষক ও অভিভাবকগণ ফরম পূরনের সময় বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরটিতে ধার্যকৃত ডিমান্ড ফির ৫০% বিকাশের মাধ্যমে প্রেরণ করে স্ব-হস্তে অথবা ই-মেইল এর মাধ্যমে মানি রিসিভি গ্রহন করিতে হবে। নতুবা ওয়েব সাইডে তার নাম দেওয়া হবে।পরবর্তীতে মিডিয়া আর কোন ফি দাবি করতে পারবেনা। বিবাহ প্রার্থীদের মিডিয়া প্রদত্ত শর্ত সমূহঃ ১। প্রথমে সদস্য ফরম পূরণ করে প্রার্থীর এককপি ফুল ছবি ও ভোটার আইডি কার্ড এবং কর্মস্থলের অনুমোদন পত্রের ফটকপি প্রদত্ত ই-মেইলে প্রেরণ করতে হবে। ২। প্রার্থীর পছন্দের উপর ভিক্তি করে মিডিয়া তিনটি বায় ডাটা প্রেরণের মধ্য দিয়ে প্রার্থীগণ একটি বায়ডাটা নির্বাচন করতে হবে। ৩। ঘরোয়া পরিবেশে প্রার্থীগণ দেখাশুনা করলে ছেলের পক্ষ থেকে মেয়েপক্ষকে যথাযত মূল্যায়ন অর্থাৎ উপযুক্ত অর্থ প্রদান করতে হবে। ৪। বিবাহ কালিন ব্যতীত মিডিয়ার পক্ষ থেকে কোন লোক উপস্থিত থাকিবে না। কিন্তু সকল ক্ষেত্রে প্রযোজ্য নহে। ৫। উপর ও নি¤œ বর্নীত শর্তাবলী প্রার্থীগণের পছন্দ হলে, ফরম পূরণ কালিন বিজ্ঞাপন বর্নীত নম্বরটিতে(১০০০) (এক হাজার) টাকা বিকাশে প্রেরণ করিতে হবে। এবং ফি বাবদ (১০,০০০) দশ হাজার টাকার চেক স্ব-শরীরে মিডিয়ার এমডির কাছে প্রদান করে চেক রিসিভ সংগ্রহ করিতে হবে। ৬। বিবাহ সম্পূর্ণ হওয়ার এক দিন পরে মিডিয়া চেক থেকে যেন টাকা উত্তোলন করতে পারে প্রার্থী সে ব্যবস্থা করিতে হবে নতুবা চেক ডিজ অনার হলে, সাত দিনের মধ্যে মিডিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন। ৭। বিবাহ সম্পূর্ণ হওয়ার পরে মেয়ে ও ছেলের মধ্যে কোন ধরনের সমস্যা সৃষ্টি হলে মিডিয়া কোন দায়ী থাকিবেনা। ৮। মিডিয়া যদি কোন প্রার্থীকে ফরম পূরণের দিন থেকে ছয় মাসের মধ্যে বিবাহ কাজ সমাপ্ত না করিতে পারে এবং প্রার্থী যদি মিডিয়ার ব্যর্থতার উপযুক্ত প্রমান দিতে পারে তাহলে মিডিয়া প্রার্থীকে ভর্তি ফি সহ প্রদত্ত চেকটি ফেরৎ দিতে বাধ্য থাকিবে। Email: smcgroupbd@gmail.com Cell: +8801731408235 Office: Cha:55/4, Uttar Badda, Gulshan , Dhaka-1212, Bangladesh. |