My ClickBD
সিসিএনএ কী ? সিসিএনএ হলো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক এসোসিয়েট । সিসকো কম্পানি এই সিসিএনএ কোর্সটি চালু করে । এই কোর্সটি করা থাকলে ধরে নেওয়া হয় যে আপনি আইটিতে অথবা নেটওয়ার্কিং এ নিয়ে কাজ করতে পারবেন।। এই কোর্সটি আইটিতে ক্যারিয়ার করতে আগ্রহী যে কেউ করতে পারেন। CCNA কোর্সটি কেন করবেন? আপনারা যারা আইটিতে ক্যারিয়ার করতে ইচ্ছুক সবাই অবগত আছেন যে CCNA সম্পর্কে । কারণ বেশিরভাগ আইটি অথবা নেটওয়ার্কিং এ চাকরি বিজ্ঞপ্তিতে দেখা যায় সিসিএনএ সার্টিফিকেট অত্যাবশকীয় । তাছাড়া সিসিএনএ পরীক্ষা দিয়ে আপনি দেশের বাহিরেও বিভিন্ন আইটি অথবা নেটওয়ার্কিং জবে এপ্লাই করতে পারবেন। এবার চলেন দেখি সিসিএনএ কোর্সে কি কি বিষয় থাকে । তা হলো কোর্সের বিষয়বস্তু: ১) নেটওয়ার্ক পরিচিতি 2) OSI মডেল ৩) টিসিপি /আইপি পরিচিতি ৪) সাবনেটিং ৫) VLSM ৬) রাউটিং ৭) সুইজিং ৮) নেটওর্য়াক নিরাপত্তা ৯) NAT ১০) আইপিভি-৬ ১১) Enhanced IP services ১2) WAN ১৩) Solve ক্লাস ১৪) সবশেষে Exam question and Answer সিসিএনএ পরীক্ষার তথ্য পরীক্ষার সময় : ৯০ মিনিট প্রশ্ন : ৫০-৫৩ টি নাম্বার : ১০০০ পাশের জন্য লাগবে : ৮৫০ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওয়েব: www.tsoftit.com ই-মেইল: [email protected] |