My ClickBD
work n smile এর পক্ষ থেকে ইউরোপ যেতে ইচ্ছুক ভাইদের জন্য নতুন সুযোগ............ তূর্কি ওয়ার্ক পারমিট (ওপেন + টি আর সি) ভিসা ক্যাটাগরী- ওয়ার্ক পারমিট ভিসা টাইপ- স্টিকার ভিসার মেয়াদ - ১ বছর (৩ বছর রিনিউবল) সময়- ২০ দিন (শর্ত সাপেক্ষে সকল খরচ ভিসার পর দেয়া যাবে) বিস্তারিত তূর্কি ইউরোপিয়ান কাস্টমস ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ওয়ের্স্টান ইউরোপ কান্ট্রি যার পূর্বে জর্জিয়া, পশ্চিমে রয়েছে ইরান ও আর্মেনিয়া, উত্তরে বুলগেরিয়া ও গ্রিস, দক্ষিনে সিরিয়া ও ইরাক সহ ইউরোপ এর অনেক কান্ট্রি। রাজধানি - আঙ্কারা বড় শহর- ইস্তানবুল জনসংখ্যা - ৭,৭৬,৯৫,৯০৪ জন কারেন্সি - লিরা (১লিরা=২৮ টাকা) কাউন্সিল অফ ইউরোপ এর মেম্বার ও খুব দ্রুত সেনজেন পাওয়ার পথের এই দেশটি টূরিজম এর জন্য বিখ্যাত। ঐতিহাসিক নগরি ইস্তানবুল এর সৌন্দর্য উপভোগ এর জন্য প্রতি বছর লাখ লাখ টূরিস্ট ভিড় করেন। তাই এই দেশের অর্থনৈতিক অবস্থা অনেক ভাল। প্রসেস সিস্টেম আমরা শতভাগ নিশ্চয়তার সহিত তূর্কি ওয়ার্ক পারমিট করে দিব।অভিবাশী ও আইএস সমস্যার জন্য এখন বাংলাদেশ থেকে এপ্লাই করলে তূর্কির ভিসা পাওয়া যায়না। তাই প্রথমে আমরা মাত্র ২০ দিনের মধ্যে টুরিস্ট ভিসা করে আপনাকে জর্জিয়া নিয়ে যাব। পৌছানর পর আমাদের লোক রিসিভ করে প্রত্যেকের জন্য রেডি করা ফ্ল্যাট এ নিয়ে যাবে। এরপর আমরা ৭দিন এর ভিতর আপনাকে তূর্কির ভিসা করে মাত্র ৬ ঘন্টায় বাসে করে তূর্কি পৌছে দিব। তূর্কি পৌছানর পর ৩ দিন এর মধ্যে আপনার টি আর সি এপ্লাই করা হবে। এপ্লাই এর রিসিট নিয়ে আপনার জন্য রেডি করা জব এ যোগদান করবেন। ১ মাস এর ভিতর আপনাকে আপনার ১ বছরের ওপেন ওয়ার্ক পারমিট বুযিয়ে দেয়া হবে। এরপর আপনি চাইলে যেকোনো যায়গায় কাজ করতে পারবেন। এছাড়া আপনারা চাইলে আমরা আপনাকে ইউরোপ এর যেকোনো কান্ট্রিতে তূর্কি থেকে ভিসা করিয়ে দেব। সেক্ষেত্রে আলাদা কন্ট্রাক্ট করতে হবে। কাজ আমাদের দেয়া কাজগুলো নির্ভর করবে আপনাদের যোগ্যতার উপর। শিক্ষিত,দেখতে স্মার্ট এবং ইংলিস ভাষায় পারদর্শীদের জন্য আর সাধারন প্রার্থীদের বেতন কখোনোই এক করা সম্ভব না। আমরা ৪৫,০০০/- টাকা থেকে ৬৫,০০০/- টাকা পর্যন্ত বেতন এর কাজ দিতে পারব ও ওভার টাইম পাবেন। এরপর ভাষা শিখে গেলে বেতন সহজেই অনেক বেড়ে যাবে। তূর্কিতে মাসে ১,০০,০০০/- টাকার উপরে ইনকাম করা খুবই সাধারন ব্যাপার। রেস্টুরেন্ট, হোটেল, বার, ডক ইয়ার্ড, শপিং মল এর কাজ পাওয়া যাবে। এছাড়া টুরিস্ট এরিয়াতে প্রচুর কাজ পাওয়া যায়। ওপেন ওয়ার্ক পারমিট থাকায় পছন্দমত যেকোনো কাজ করতে পারবেন। লাইফ স্টাইল তুর্কি পৃথিবীর সুন্দরতম দেশ গুলোর মধ্যে একটি। রাজধানী আঙ্কারা ও ইস্তানবুল এর জিবনযাত্রা অনেক উন্নত, তবে খরছ ইউরোপের অন্য দেশগুলোর মত অনেক নয়। ১৫-২৫ হাযার টাকা হলে ভাল ভাবে থাকা যাবে। বেশিরভাগ ক্ষেত্রে থাকা ও খাওয়া ফ্রি থাকে, তখন খরচ আরো কমে যাবে। পেমেন্ট (শর্ত সাপেক্ষে সকল খরচ ভিসার পর দেয়া যাবে) ফাইল জমা দেয়ার সময় ২৫,০০০/- টাকা ভিসা হলে ২,৫০,০০০/- টাকা ফ্লাইট এর আগে বাকি টাকা দিবেন। টোটাল- ৫,০০,০০০/- টাকা প্রয়োজনীয় ডকুমেন্টস ১.আপডেটেড সিভি ২.পাসপোর্ট কপি (সকল পেজ) ৩.ছবি (সদ্য তোলা, ইউরোপিয়ান সাইজ, সাদা বেক গ্রাউণ্ড, স্যুট ও টাই পরা ) ৪.এডুকেশনাল সার্টিফিকেট (যদি থাকে) ৫.এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে) ৬.ব্যাংক স্টেটমেন্ট (১.৫ থেকে ২ লাখ যদি থাকে) আরো বিস্তারিত জানতে হলে অফিসে চলে আসুন। দয়া করে কম খরচের চিন্তায় দালালের খপ্পরে পরবেন না। মোহাম্মাদ সাইফুল ইসলাম ০১৭২৫৪৪৭৫৮৯ |