My ClickBD
আউটসোর্সিং কি ? আউটসোর্সিং তথা ফ্রিল্যান্সিং শব্দের মূল অর্থ হল মুক্ত পেশা। অর্থাৎ মুক্তভাবে কাজ করে আয় করার পেশা। আর একটু সহজ ভাবে বললে, ইন্টারনেটের ব্যাবস্থার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কাজ করিয়ে নেয়। নিজ প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে দিয়ে এসব কাজ করানোকে আউটসোর্সিং বলে। যারা উটসোর্সিংয়ের কাজ করে দেন, তাঁদের ফ্রিল্যান্সার বলে। এখন এই কাজগুলি কি ? আউটসোর্সিং সাইট বা অনলাইন মার্কেট প্লেসে কাজগুলো বিভিন্ন ভাগে ভাগ করা থাকে। যেমন: ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ও তথ্যব্যবস্থা (ইনফরমেশন সিস্টেম), লেখা ও অনুবাদ, প্রশাসনিক সহায়তা, ডিজাইন ও মাল্টিমিডিয়া, গ্রাহকসেবা, বিক্রয় ও বিপণন, ব্যবসাসেবা ইত্যাদি। এই কাজগুলি ইন্টারনেট ব্যাবস্থার মাধ্যমে করে দিতে পারলেই অনলাইনে আয় করা সম্ভব। এছাড়াও আরও বিভিন্ন উন্নত ধরনের কাজ করারও ব্যাবস্থা আছে আউটসোর্সিং জগতে। টেনিং কোর্স সমহ: 1.Responsive web design and development 2. Dynamic website 3. Static website 4. Classified website 5. Wordpress theme customization 6. Theme development 7. Graphics design (photoshop and illustrator) 8.Microsoft office 2010 (word, access, excel and powerpoint) 9. SEO,SEM, SMM 10.Internet Marketing 11. AutoCAD 2D & 3D (civil , mechanical , electrical ) 12. mechanical drawing 13. Rajuk plan pass 14. 3d max (civil , mechanical , electrical ) 15. Interior Design and Exterior Design 16. Etabs ( load combinations ) আপনি শুধু ঘরে বসে ফ্রিলেন্সিং নয় চাকরির বাজারেও গ্রহনযোজ্ঞতা পাবেন। চাইলে আপনি চাকরিও করতে পারবেন আপনার ফ্রিলেন্সিং অভিজ্ঞতা দিয়ে। আর যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুনঃ Company Name: TechwindowIT Training Center Uttara Facebook: https://www.facebook.com/techwindowitdhaka website: www.techwindowit.com Email: [email protected] Skype: techwindowit Cell: +8801914736122 |