My ClickBD
একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবসায়িক, আইনী ও দাপ্তরিক কার্যাবলীসমূহ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য নিম্নোক্ত পদে নিয়োগ প্রদান করার লখ্খে আবেদনকারীদের কাছে আহ্বান জানানো হচ্ছে: পদের নাম: অফিসার (আইন ও প্রশাসন) পদের সংখ্যা: ০১ (এক) কাজের ধরন: পূর্ণকালীন। কার্য বিবরন: • প্রাতিষ্ঠানিক কর্তৃপখ্খকে সকল প্রকার দাপ্তরিক ও প্রশাসনিক কর্মসম্পাদন এবং আইনী বিষয়ে সহায়তা প্রদান • বিভিন্ন কোর্টে চলমান মামলা মোকদ্দমা বিষয়ে বিশদভাবে ওয়াকিবহাল থাকা, প্রতিষ্ঠানের উকিল ও ফার্মসমূহের সাথে যোগাযোগ রখ্খা এবং কোর্ট প্রদত্ত মামলার উপস্থিতি, পিটিশন, শুনানী ইত্যাদি সংক্রান্ত তারিখসমূহের ব্যাপারে অবহিত থাকা • প্রতিষ্ঠানের সকল কর্মচারী এবং স্থায়ী ও অস্থায়ী ভাড়াটিয়াদের তথ্য-উপাত্ত পুঙ্খানুপুঙ্খরুপে সংরখ্খন করা ও সময়মতো হালনাগাদ করা • দপ্তরের সকল প্রশাসনিক ও আইনী নথিসমূহ সঠিকভাবে সংরখ্খন তথা ভাড়াটিয়া কিংবা প্রতিষ্ঠানের যেকোন অভিযোগ সংক্রান্ত বিষয়াদী তাৎখ্খনিকভাবে সমাধান করার উদ্যাগ গ্রহণ করা। • দাপ্তরিক ও প্রতিষ্ঠান পরিচালনার বিষয়সমূহ যথাযথভাবে তত্বাবধান করা। কর্তৃপখ্খের চাহিদা ও সিদ্ধান্ত অনুসারে সাধারন বিজ্ঞপ্তি, দপ্তর অথবা স্টাফ নোটিশ, প্রশাসনিক চিঠি, সতর্কীকরন, স্বারকলিপি, আইনী নোটিশসমূহ ইত্যাদি লিখন ও প্রদান। • কর্তৃপখ্খের একজন মুখপাত্র হিসেবে বিভিন্ন পাবলিক বা প্রাইভেট কিংবা সরকারী দপ্তর তথা প্রতিষ্ঠানসমূহের সাথে দাপ্তরিক যোগাযোগ রখ্খা করা। • এছাড়া চাহিদা ও সিদ্ধান্ত অনুযায়ী কর্তৃপখ্খ নির্ধারিত সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনা বা সম্পাদন করা। শিখ্খাগত যোগ্যতা: ইউজিসি কর্তৃক স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় হতে বি.এ বা এল.এল.বি অথবা এল.এল.এম পাশ কৃত অন্যান্য যোগ্যতা: • শুধুমাত্র পুরুষ আবেদনকারী, বয়স ৩০ হইতে ৩৫। • অধিক নম্বরসহ সদ্য সনদপ্রাপ্ত বা পাশকৃত প্রতিভূগণ আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে ও কোর্টের কার্যক্রম সম্পর্কে ১-২ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। • আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত আইনী বিষয়ে জ্ঞানলব্ধ হতে হবে: আয়কর, ভূমি, কম্প্লায়েন্স, চুক্তিনামা, উকিল, নিয়ন্ত্রনকারী, লিয়াঁজো, দেওয়ানী, ফৌজদারী, সম্পত্তি ও মালিকানা ইত্যাদি • প্রার্থীকে অবশ্যই বাংলা ও ইংরেজীতে এমএস ওয়ার্ড ও এক্সেল এ টাইপ করা ছাড়াও কম্পিউটার পরিচালনার নূণ্যতম ধারনা থাকতে হবে। কাজের এলাকা: কেরাণীগঞ্জ, ঢাকা। বেতন: অভিজ্ঞতার আলোকে নির্ধারন করা হবে। অন্যান্য সুবিধাদি: • বাৎসরিক ০২ (দুই) টি উৎসব বোনাস, • মোবাইল ভাতা, • চিকিৎসা ভাতা (ঐচ্ছিক), • অফিসার্স মেস এ রাত্রিযাপন সুবিধা। আবেদনের শেষ তারিখ: ২০।০৮।২০১৭ ইং উপযুক্ত প্রার্থিদের নিম্নে উল্লেখকৃত কর্মকর্তার সাথে মূল যোগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক সনদপত্রসহ যোগাযোগ করার জন্য আহবান করা হচ্ছে জনাব মনিরুজ্জামান ম্যানেজার খাজা সুপার মার্কেট বিল্ডিং নং ৪-এ, (চতুর্থ তলা) পূর্ব আগানগর, কেরানীগঞ্চ ঢাকা ১৩১০ ফোন: ৮৮-০২-৭৭৭১৬৯৮, মোবাইল: 01726092172 ওয়েবসাইট: http://ksmbd.yolasite.com Email: [email protected] |