My ClickBD
তৎকাল কি? তৎকাল (হিন্দি - तत्काल ; ইংরেজী - IMMEDIATE) হচ্ছে ভারতীয় এক্সপ্রেস রেলে আর্জেন্ট কোটায় বুকিং পরিষেবা যেটা ট্রেনে ভ্রমণের শুধুমাত্র একদিন আগেই কাটা যায়। ✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿ জানেন তো... ✔ তৎকাল টিকেট বুকিং শুরু হয় ইন্ডিয়ান সময় সকাল ১০ টায় (এসি ক্লাসে) এবং সকাল ১১ টায় (নন-এসি ক্লাসে) ট্রেনে ভ্রমণের ঠিক একদিন আগে ✔ বাংলাদেশী নাগরিক হিসেবে তৎকাল টিকেট বুকিং দিতে পাসপোর্ট ফটোকপি/স্ক্যানকপি প্রয়োজন হয় ✔ বাংলাদেশে বসে তৎকাল টিকেট বুকিং দিতে ট্রেনে ভ্রমণের কমপক্ষে ৩৬ ঘন্টা আগে আমাদের সাথে যোগাযোগ করুন ✔ প্রায় প্রতিটি এক্সপ্রেস ট্রেনেই প্রতিদিন সীমিত সংখ্যক আসন (এসি এবং নন-এসি) তৎকাল কোটায় বরাদ্দ রাখা হয় ✔ কনফার্ম তৎকাল কোটা টিকেট বাতিল কিংবা ফেরৎ দেয়া যায় না ✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿ বাংলাদেশে বসে ভারতীয় রেলের কনফার্ম তৎকাল টিকেট বুকিং দিতে যোগাযোগ করুন - তরঙ্গ ট্যুরিজম এন্ড টিকেটিং ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্স (৮ম তলা) মতিঝিল বা/এ, ঢাকা ১০০০ ☎ ০১৯৩৫৩৫৭৮১১ (সকাল ৯টা থেকে রাত ১০ টা পর্যন্ত) ✉ প্রয়োজনে ফেসেবুকে ইনবক্স করুন |