My ClickBD
“ডিজিটাল পাঠশালা” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তাবায়নের অংশ হিসাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল করার লক্ষ্যে “ডিজিটাল পাঠশালা” প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠিান ফ্রি-তে পাবেঃ ডিজিটাল পাঠশালা সফটওয়্যার (স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার) একটি ডায়নামিক ওয়েব সাইট। একটি ডায়নামিক অ্যাপ। একটি ডিজিটাল টাইম অ্যাটেনডেন্স মেশিন “ডিজিটাল পাঠশালা” প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান যে সকল সুবিধা পাবেনঃ টাইম অ্যাটেনডেন্স মেশিন এর সুবিধা সমূহঃ ছাত্র/ছাত্রী স্কুলে প্রবেশ এর সময় আইডি কার্ড এর মাধ্যমে মেশিনে অ্যাটেনডেন্স দিয়ে প্রবেশ করবে এবং সাথে সাথে তাদের অভিভাবকের মোবাইলে অ্যাটেনডেন্স রিপোর্ট চলে যাবে। আবার ছাত্র/ছাত্রী স্কুলে থেকে বের হওয়ার সময় আইডি কার্ড এর মাধ্যমে মেশিনে অ্যাটেনডেন্স দিয়ে বের হবে এবং সাথে সাথে তাদের অভিভাবকের মোবাইলে এক্সিট রিপোর্ট চলে যাবে। শিক্ষক / কর্মচারীগণও এই মেসিনের মাধ্যমে অ্যাটেনডেন্স দিতে পারবেন । কম্পিউটারে ডিজিটাল পাঠশালা সফটওয়্যারেও এই তথ্য সংরক্ষিত থাকবে এবং সার্চ দিয়ে খুব সহজে দৈনিক/সাপ্তহিক/মাসিক উপস্থিতি বের করা যাবে। ইন্টারনেট বা বিদ্যুৎ না থাকলেও এই মেশিন তার নিজের ব্যাটারী ব্যাকআপ এর মাধ্যমে চালু থাকবে। এই মেশিন এর মাধ্যমে অভিভাবকগন তাদের সন্তান কখন স্কুলে যাচ্ছে এবং কখন আসতেছে তা বাসায় বসে জানতে পারবেন। ডিজিটাল পাঠশালা সফটওয়্যার এর সুবিধা সমূহঃ ছবি সহ সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক, কর্মচারী, ম্যানেজিং কমিটির প্রোফাইল তৈরি করা যাবে। শিক্ষক ও অভিভাবকদের মোবাইলে এসএমএস প্রেরণ করা যাবে। প্রতিষ্ঠানে সকল ধরনের আয় ও ব্যয় এর হিসাব সম্পাদন ও সংরক্ষন করা যাবে। অনলাইনে ছাত্র/ছাত্রীদের টিউশন ফি গ্রহণ সহ সবধরনের ফি গ্রহণ ও হিসাব সংরক্ষন করা যাবে। শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রদান ও হিসাব সংরক্ষন করা যাবে। অটোমেটিক মার্কসিট, ট্রান্সফার সার্টিফিকেট, প্রশংসাপত্র সহ যেকোন ধরনের ছাড়পত্র বের করা যাবে। প্রতিষ্ঠানের সবধরনের তথ্য সংরক্ষন করা যাবে। অনলাইন ভর্তি ও এডমিট কার্ড ডাউনলোড করা যাবে। অনলাইনে মডেল টেষ্ট পরিক্ষা দেওয়ার যাবে। অনলাইন রেজাল্ট সিস্টেম আছে। অ্যাটেনডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম আছে। অনলাইনে ছুটির আবেদন ও ছুটি পাশ/বাতিল করার সিস্টেম আছে। লাইব্রেরী ম্যানেজমেন্ট সিস্টেম আছে। হোস্টেল ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। একাউন্টস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সিলেবাস ম্যানেজমেন্ট সিস্টেম আছে। সেকশন ম্যানেজমেন্ট সিস্টেম আছে। টিচার ম্যানেজমেন্ট সিস্টেম। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এছাড়াও আরো অসংখ্য সুবিধা পাওয়া যাবে ডিজিটাল পাঠশালা সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে। **ডিজিটাল পাঠশালা সফটওয়্যার টি হাইলি সিকিউরড ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েবসাইট এর সুবিধা সমূহঃ শিক্ষা প্রতিষ্ঠিানের ইতিহাস ও যাবতীয় তথ্য প্রদর্শিত হবে। টিচার, ম্যানেজিং কমিটি ও ছাত্র/ছাত্রী দের তালিকা প্রদর্শিত হবে। ছাত্রী/ছাত্রীরা ওয়েবসাইট থেকে ভর্তির আবেদন করতে পারবেন এবং এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। ওয়েবসাইটে থেকে রেজাল্ট, রুটিন, সিলেবাস, অ্যাটেনডেন্সট রিপোট ও ইভেন্ট ইনফরমেশন ইত্যাদি দেখতে পারবেন। ওয়েবসাইটে মডেল টেষ্ট পরীক্ষা দেওয়া ও ছুটির আবেদন করা যাবে। প্রতিষ্ঠানের সবধরনের ছবি প্রদর্শিত হবে। ছাত্র/ছাত্রীদের বেতন, বকেয়া তথ্য দেখা যাবে এবং অনলাইনের মাধ্যমে বেতনসহ যে কোন ফি পরিশোধ করতে পারবে। ইহা ছাড়াও আরও অসংখ্য সুবিধা পাওয়া যাবে এই ডায়নামিক ওয়েব সাইটের মাধ্যমে। অ্যাপ এর সুবিধা সমূহঃ ওয়েবসাইটের যাবতীয় সুবিধা যে কেউ মোবাইল অ্যাপ থেকে গ্রহণ করতে পারবে। শর্ত সমূহঃ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ১০ বছরের চুক্তি হবে এবং এই ১০ বছর আমরা সার্ভিস দিয়ে যাবো। শিক্ষা প্রতিষ্ঠানের নামে ডোমেইন থাকতে হবে, না থাকলে নিতে হবে। ছাত্র/ছাত্রীদের নামে একটি করে ডিজিটাল আইডিকার্ড তৈরি করে নিতে হবে যা টাইম অ্যাটেনডেন্স মেশিনে সাপোর্ট করবে। সার্ভিস চার্জ শিক্ষার্থীরা মাসিক টিউশন ফি’র সাথে প্রদান করিবে। এসএমএস সেবা ইচ্ছিক। এসএমএস সেবা গ্রহণ করিলের ছাত্র/ছাত্রীদের এসএমএস চার্জ প্রদান করিতে হবে। উল্লেখিত সার্ভিস ব্যতিত আমাদের অন্যকোন সার্ভিস গ্রহণ করিলে তার বাজার মূল্য পরিশোধ করতে হবে। School Management System Features : Student Management Student Info Management Student Attendance Manage Class Routine Manage Exam Routine Event management systems. Syllabus management systems. Section management systems. Attendance SMS Notification Class Schedule SMS Notification Exam Schedule SMS Notification Result SMS Notification Custom SMS Notification Teacher Info Management Teacher Salary Management Student Fee Management Holiday Calendar Multiple Campus Management Campus wise shift Management Report Card Management Manage Exam Marks Manage Accounts Expense Payroll Management System Automatic Create Mark Sheet, Transfer Certificates & Testimonials Etc. All information of the organization can be stored. Online admission and admit card download System. Online models Test Exam System. Attendance Management System. Online leave applications submit and leave Approve / cancellation systems. Library Management systems. Hostel Management systems. Transport management systems. Accounts management systems. |