My ClickBD
গাড়িটি একজন প্রাইমারি স্কুল শিক্ষক চালাত, গাড়িটি আমার কাছে বিক্রি করে দেয় আমি 15 থেকে 20 দিনের মতো গাড়িটি চালিয়েছিলাম এরপর ছয় মাস রেখে দিয়েছিলাম যার ফলে ইঞ্জিন এর বিভিন্ন প্রবলেম দেখা দেয় আজকে শহ তিন দিন হল আমি ইঞ্জিনের কাজ করেছি। এখন অন্তত নিশ্চিন্তে এক বছর গাড়িটি চালাতে পারবেন। গাড়িটির ইঞ্জিন এয়ারকন্ডিশন এখন অনেক ভালো, তবে গাড়িটির ব্যাটারি ডেম হয়ে গিয়েছে নতুন ব্যাটারি লাগালেই সেলফে গাড়ি স্টার্ট হবে, গাড়িটির তিন নাম্বার গিয়ারের সামান্য একটু প্রবলেম আছে মাঝে মাঝে গাড়ির স্পিড একটু স্লো হয়ে যায় আমি নতুন সিম লাগিয়েছি এরপরেও একই অবস্থা মিস্ত্রি বলেছে চলতে চলতে পেনিয়াম এর গড গুলু মিলে গেলে ঠিক হয়ে যাবে।সিট এর কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছে যে গাড়ি টি কিনবেন আমি সিট লাগানোর দাম দিয়ে দিয়ে। আমি যে গাড়িটির ইঞ্জিনের কাজ করেছি প্রমান হিসেবে মানি রিসিট এর ছবি দিয়ে দিলাম। তবে হ্যাঁ গাড়িটির কোন কাগজ নেই |