My ClickBD
বারি-১১, বারমাসি আম গাছের চারা বারি-১১, বারমাসি আম এর জীবনচক্র : একই গাছে পাকা আম, কাঁচা আম এবং মুকুল এর নাম হল বারি -১১ আম, আর এজন্যই এই আম কে বলা হয় বারমাসি আম। বাংলাদেশ কৃষি গবেষণার জাতীয় বোর্ড কর্তৃক এর নাম করন করা হয় , বারি -১১ আম (বারমাসি) । ২০১৪ সালের জুন মাসে এর নিবন্ধন করা হয় বারি -১১ নামে। আমটি খেতে সুমিষ্টি, এক ঝোপায় ৫/৬ টি করে ধরে,এর গড় ওজন ৩০০-৩৫০ গ্রাম, পূর্ণতা পেলে একটি গাছ বছরে ৫০ কেজি পর্যন্ত আম দেয়-একথাগুলো হর্টিকালচার সেন্টার চট্টগ্রাম এর বৈজ্ঞানিক কর্মকার্তার। তিনি আরও বলেন, এ আম চাষে কৃষক লাভজনক আরও বেশি হবে কারন এক গাছে মুকুল, কাঁচাআম, ও পাকাআম থাকে। অসময়ে আম পাওয়া যায়, তাই বাজার মূল্যও বেশ চড়া থাকে। ফেব্রুয়ারী-মার্চ, মে- জুন, আগষ্ট ও সেপ্টেম্বর মাসগুলো তে বারি-১১ আম বাগান থেকে বেশি উত্তোলন করা যায়। আম চাষী ভাই-বোনেরা বারি -১১ আম চাষে এগিয়ে আসলে নিজে ও দেশের উন্নয়ন হবে, ইনশাআল্লাহ। |