My ClickBD
আমরা সাধারনত কম্পিউটার কিনার ক্ষেত্রে দোকানে গিয়েই আলাদা প্রসেসর, র্যাম, হার্ডড্রাইভ ইত্যাদি প্রয়োজনীয় যন্ত্রপাতি আলাদা করেই কিনে এর পর এসেম্বেল করে থাকি। এর পর দোকানদার তার হিসাবমত দাম দিয়ে আপনাকে একটি কম্পিউটার ধরিয়ে দিলো। এখানে আপনার জানার উপায় নেই মাদারবোর্ডটি কি আসল না নকল কিংবা হার্ডড্রাইভটা রিফারবিশড কিনা বা দোকানদার আপনাকে ঠকাচ্ছে কিনা। এমন হলে পরে যে কোন সমস্যা হতে পারে যার সাপোর্ট হয়তো আপনার অভিজ্ঞতা বাজেও হতে পারে। এছাড়া সব দোকানে সব কম্পিউটার যন্ত্রাংশ থেকে থাকে না। সবগুলো আলাদা আলাদা ক্রয় করাটাও ঝামেলার কাজ। এক্ষেত্রেই আসে ব্র্যান্ড পিসির নাম। সাধারনত ব্র্যান্ড পিসিগুলো একটি ফুল প্যাকেজ। ব্র্যান্ড পিসির ক্ষেত্রে কোন প্রকার ঝামেলা নেই। আপনার চিন্তা করতে হবে না মাদারবোর্ডে কোনো ফল্ট আছে কিনা কিংবা এর হার্ডড্রাইভ রিফারবিশড কিনা। এছাড়া কম্পিউটার যন্ত্রাংশ পছন্দ করার ঝামেলা নেই কারন ব্র্যান্ডগুলো তাদের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা কম্পিউটারগুলোর কনফিগারেশন ঠিক করে থাকে । Adress : Chowdhury Hat, Hathazari, Chittagong we can delivered any where with delivery charge . Contact: 01836129246 |