My ClickBD
এই ডিভাইসটি পানির পাম্পকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চালু এবং বন্ধ করে থাকে। এটি ব্যবহার করলে পানি, বিদ্যুৎ এবং আপনার সময়ের আর অপচয় হবে না । পানির মোটর চালু বা বন্ধ করার জন্য কাউকে অপেক্ষা করতে হবে না। এর বিশেষত্ব : ওভারহেড-ট্যাংক এবং রিজার্ভড-ট্যাংক এর পানির লেভেল দেখার জন্য আছে এল.সি.ডি. ডিসপ্লে। রিজার্ভড ট্যাংকে পানি না থাকলে যেন পাম্প চালু না হয় সেজন্য আছে ড্রাই-রান প্রটেকশন। দুর্ঘটনাবশত সেন্সর ক্যাবল ছিড়ে গেলে যেন পানির অতিরিক্ত অপচয় না হয় সেজন্য আছে রান-লিমিট সুবিধা। প্রয়োজনমতো যেকোনো সময় অন-অফ করার জন্য আছে অন-অফ বাটন। সেটআপ পদ্ধতি : সেটআপ প্রক্রিয়াকে আমরা অত্যন্ত সহজ করেছি। ডিভাইসটিতে সংযুক্ত দেওয়ার জন্য রয়েছে ক্রমিক নং দেওয়া ৮টি টার্মিনাল। সাথে দেওয়া ডায়াগ্রাম অনুসরণ করে টার্মিনালে সংযোগ দিন । ১ ও ২ নং এ ২২০ভোল্ট এ.সি. ইনপুট দিতে হবে । ৩ ও ৪ নংএ পাম্প এর নিউট্রাল ও ফেজ সংযোগ করতে হবে। ৫ ও ৬ এ রিজার্ভড ট্যাংকএর জন্য দেওয়া ওয়াটার-সেন্সর সংযোগ দিন। রিজার্ভড ট্যাংক না থাকলে ৫ ও ৬ নং কে শর্টসার্কিট করে দিন। ৭ ও ৮ নং এ ওভারহেড ট্যাংকের ওয়াটার সেন্সর এর সাথে সংযোগ দিন। সাথে দেওয়া ওয়াটার সেন্সর এর একদিকে ২টি অন্যদিকে ৬টি তার/ক্যাবল রয়েছে। একদিকের ২টি তারকে ডিভাইসের ৫/৬ অথবা ৭/৮ এ সংযোগ দিতে হবে। সেসরের অন্যদিকে থাকা ৬টি তার ট্যাংকের ভেতর উপর থেকে নিচে ঝুলিয়ে দিতে হবে। ট্যাংক ছোট হলে ৬টি তার প্রয়োজন মতো কেটে নিন। এক্ষেত্রে লক্ষণীয় যে : সেন্সর এর উপরে থাকা ২টি তার-এ পানি স্পর্শ করলে পাম্প বন্ধ হবে। লেভেল দেখাবে ৯৯% . এবং নিচের দিকে থাকা সেন্সরের লম্বা তার ২টি থেকে পানি নিচে চলে গেলে লেভেল ০০% হবে এবং পাম্প চালু হবে। মাঝে থাকা ১টি করে হলুদ তার পানির লেভেল ৫০%, ৭৫% দেখার জন্য ব্যবহার হয়ে থাকে। |