My ClickBD
GSM IOT Switch কোন ডিভাইস বা ইলেকট্রনিকস সামগ্রী দূর থেকে অন/অফ করার ক্ষেত্রে এই ডিভাইসটি ব্যবহার করা হয়।অর্থাৎ আপনি বাসা থেকে অফিসের কোন ইলেকট্রনিকস সামগ্রী অথবা অফিস থেকে বাসার কোন ইলেকট্রনিকস সামগ্রী নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন লাইট, ফেন,এসি,পাম্প ইত্যাদি আপনার ইচ্ছে মত নিয়ন্ত্রণ করতে পারবেন। পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই এই ডিভাইস দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের এই IOT switch টি GSM network ভিত্তিক একটি ডিভাইস। এর মধ্যে একটি সিম কার্ড থাকবে এবং আপনি আপনার ফোনের মাধ্যমে এই ডিভাইসটিকে ব্যবহার করবেন। ব্যবহার বিধি: ৩ টি পদ্ধতিতে আপনি এই ডিভাইসটি ব্যবহার করতে পারবেন যেমন : মিসড কল, এসএমএস, ও ইন্টারনেট। প্রথমত, আপনার ফোনের এস এম এস অপশনের মাধ্যমে এই ডিভাইসটিকে কমান্ড পাঠাতে পারেন। অর্থাৎ আপনি ডিভাইসে এস এম এস করলে সে আপনার নির্দেশনা অনুযায়ী লাইট,ফেন ইত্যাদি ইলেকট্রনিকস অন/অফ করবে। দ্বিতীয়ত, আপনি এই ডিভাইসে কল কিংবা মিসকল দিয়ে কমান্ড পাঠাতে পারেন। অর্থাৎ অর্থাৎ আপনি ডিভাইসে কল করলে সে ইলেকট্রনিকস নিয়ন্ত্রণ করবে। তৃতীয়ত, আপনি ইন্টারনেট ব্যবহার করে অর্থাৎ ...ফোনের ব্রাউজার অথবা এন্ড্রয়েড এপ দিয়ে অথবা কম্পিউটার থেকেও এই ডিভাইসটিকে ব্যবহার করতে পারবেন। ব্রাউজার থেকে ব্যবহার করতে নিচের লিংকটি ক্লিক করুন www.onebd.org/iot সেট আপ পদ্ধতি : সেট আপ করার জন্য ১। প্রথমেই ডিভাইসের উপরের কভারটি খুলবেন। ২।তারপর সিম কার্ডের স্লটে একটি সিম কার্ড লাগাবেন। এক্ষেত্রে গ্রামীণফোন সিম ব্যবহার করা সবচেয়ে উপযোগী। কেননা গ্রামীণফোনের নেটওয়ার্ক ভাল। আমাদের টেস্টের ক্ষেত্রে আমরা পরিক্ষা করে দেখেছি এটাই ভাল কাজ করছে। ৩। কানেকশনের জন্য এর পেছনে ৪ টি কানেকশন আছে। এর মধ্যে ১ এবং ২ হচ্ছে মেইন পাওয়ার ইনপুট। এটাতে AC 220 ভোল্ট পাওয়ার ইনপুট দিতে হবে। আর ৩ এবং ৪ আপনি যে কোন দুটি ইলেকট্রনিকস এর সাথে কানেকশন করবেন যা আপনি অন/অফ করতে চাচ্ছেন। অর্থাৎ একটি GSM IOT Switch ডিভাইসের মাধ্যমে আপনি যে কোন ২ টিইলেকট্রনিকস নিয়ন্ত্রণ করতে পারবেন। এটির মধ্যে ২টি রিলে দেয়া আছে। প্রথমটি ৩০ এমপিআর এবং দ্বিতীয়টি ১০ এমপিআর। এর ফলে একত্রে একটি বড় ইলেকট্রনিক যেমন: এসি,পানির পাম্প ইত্যাদি এবং একটি ছোট ইলেকট্রনিক যেমন: লাইট, ফেন ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারবেন। ৪।সেটআপ করা হয়ে গেলে মিনিমাম এক মিনিট সময় দিতে হবে ডিভাইসটি আপনার ফোনের নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার জন্য। কানেক্ট হয়ে গেলে ডিভাইস থেকে আপনার ফোনে একটি মেসেজ যাবে। তারপর আপনি আপনার ফোন থেকে এই ডিভাইসে মেসেজ পাঠাতে পারবেন কমান্ড দেয়ার জন্য। ৫। আপনি ৩ ধরনের কমান্ড পাঠাতে পারেন যেমন : প্রথম টার্মিনালে আপনি যে ইলেকট্রনিকসটিকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন তার জন্য আপনি ফোন থেকে ( Sw1 On বা Sw On) মেসেজ লিখে পাঠাবেন। তাহলে সেই ইলেকট্রনিকসটিকে অন করে দিবে। আর (Sw1 Off বা Sw Off) লিখে পাঠালে সেই ইলেকট্রনিকসটিকে অফ করে দিবে। ঠিক একই ভাবে দ্বিতীয় টার্মিনালে ইলেকট্রনিকসটিকে নিয়ন্ত্রণ করতে ( Sw2 On/Off) লিখে পাঠাতে হবে। ৬। যদি আপনি কলের মাধ্যমে কমান্ড পাঠাতে চান তাহলে ডিভাইসে থাকা সিমের নাম্বারে কল করবেন। ৩০ সেকেন্ড পর অটোমেটিক কলটি কেটে যাবে। এবং এক নং রিলের সাথে সংযুক্ত থাকা আপনার ইলেক্ট্রিক ডিভাইসটি অন বা অফ হবে |