My ClickBD
TV News Reporting (Television Journalism) কোর্সের মেয়াদ : ৩ মাস ক্লাশঃ সপ্তাহে ২ দিন, সোমবার ও বুধবার সময়ঃ বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রতিদিন ৩ ঘন্টা করে মোট ৭২ ঘণ্টা ক্লাশ হবে প্রশিক্ষক: বিভিন্ন টিভি চ্যানেলের দক্ষ ও অভিজ্ঞ টিভি সাংবাদিকবৃন্দ মোস্তফা ফিরোজ (বাংলাভিশন), সৈয়দ ইশতিয়াক রেজা (চ্যানেল একাত্তর), আহমেদ পিপুল (এনটিভি)সহ আরো অনেক খ্যাতিমান টিভি সাংবাদিক এবং বিশিষ্ট উচ্চারণ বিশেষজ্ঞ ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় দ্বারা কোর্সটি পরিচালিত হবে এবং শিক্ষার্থীদেরকে দক্ষ করে গড়ে তোলা হবে। কোর্সের বিশেষ সুবিধাঃ কর্মসংস্থানের লক্ষে একটি পরিপূর্ণ গাইড লাইন দেওয়া । অডিশনের নিয়ম-রীতি, সিভির ফরমেট, আবেদন পত্রের ফরমেট, ছবির ফরমেট, ড্রেসআপ, মেকআপসহ প্রয়োজনীয় পরামর্শ। এছাড়া শিক্ষার্থীদের আপ্যায়ন, শীতাতপ নিয়ন্ত্রিত প্রশিক্ষণ কক্ষ, মাল্টি-মিডিয়ার ব্যবহার, ফ্রি লেকচার শীট প্রদান, ফ্রি ওয়াই-ফাই জোন। কোর্স ফি : ৯৫০০/- (স্টুডেন্ট হলে ১০০০/- টাকা ডিসকাউন্ট) ** ফি কিস্তিতে পরিশোধ করা যাবে এবং খাতা, কলম, কোর্স ম্যাটেরিয়ালস, লেকচারসীট এবং প্রতি ক্লাসে চা-নাস্তা, আপ্যায়ন সম্পূর্ণ ফ্রী বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) অফিসঃ ২৫৭/৮, এলিফ্যান্ট রোড, কাটাবন ঢাল, ঢাকা ১২০৫। ফোনঃ 01715822778, 01615822778 ইমেইলঃ [email protected], ওয়েবঃ www.bangla. bangla. bijem.org ফেসবুকঃ www.facebook.com/bijem.org |