My ClickBD
ভিডিও সম্পাদনার কাজটি জানা থাকলে যেকোনো ধরনের ভিডিও, হোক সেটা মিউজিক ভিডিও, নাটক, সিনেমা, তথ্যচিত্র কিংবা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কিংবা জন্মদিন, বিয়েসহ ঘরোয়া অনুষ্ঠানের ভিডিও চাইলে আপনিই সম্পাদনা করতে পারেন । একজন এডিটরের কাজ হচ্ছে পরিস্থিতি তৈরি করা । এক শট থেকে আরেক শটে যাওয়া, চরিত্রগুলোকে ফুটিয়ে তোলা । মূল কথা, গল্পটা বোঝা । গল্পই আসলে সম্পাদনার ধরনটা বলে দেবে । কি-বোর্ড, মাউসের সঙ্গে বোঝাপড়াটা যেমন ভালো হতে হবে, তেমনি সৃজনশীলতা থাকাটাও জরুরি । শব্দ, সুর, রং—এসব বুঝতে হবে । এ বিষয় নিয়ে পড়ালেখা করতে হবে । আর ভাবনাগুলো প্রখর হতে হবে । আর ভালো ভিডিও সম্পাদক হতে চাইলে সিনেমা দেখার কোনো বিকল্প নেই । বাংলাদেশে এখন ভিডিও সম্পাদক হিসেবে কাজ করার অনেক সুযোগ তৈরি হয়েছে । নতুন নতুন টেলিভিশন চ্যানেল, প্রোডাকশন হাউস হচ্ছে । ভিডিও সম্পাদনা শেখাচ্ছে ঢাকার ইস্টার্ন প্লাজা কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত DHAKABD নামের প্রতিষ্ঠানটি । এখানে ৩২টি ক্লাসের জন্য আপনার খরচ পড়বে নয় হাজার ৯৯৯ টাকা । দক্ষ এবং প্রফেশনাল ভিডিও এডিটররাই এখানে ক্লাস নিচ্ছেন । এখানে কোর্স মডিউলটা মূলত এমনভাবে সাজানো যাতে এখানে একজন শিক্ষার্থী গ্রাফিক্সের কাজ থেকে শুরু করে ডাবিংসহ ভিডিও এডিটিং এর জন্য প্রয়োজনীয় সবকিছুই হাতে কলমে শিখতে পারেন । সাথে আছে কোর্স পরবর্তী প্রজেক্ট ওয়ার্ক যেখানে সরাসরি আপনি নিজেই ভিডিও সম্পাদনা করবেন । যোগাযোগের ঠিকানা : DHAKABD 7/3, Eastern Plaza Commercial Complex, Hatirpool, Dhaka - 1205 Contact : 01840 29 90 90 (Executive) | Hotline : 01919181899 Email : [email protected] |