প্রতি বছর শিং মাছ চাছ করে ,একটি মাত্র পুকুর থেকেই বছরে ৫ থেকে ১০ লক্ষ টাকা আয় করা সম্ভব। বতর্মান সময়ে সবচাইতে লাভজনক মাছের মধ্যে রয়েছে দেশি শিং মাছ চাষ। চলুন শিং মাছ চাষ করে কত টাকা লাভ হবে তার হিসাব করা যাক। ১.৫ বা ২ ইঞ্চি প্রতিটি শিং মাছের দাম ৩ টাকা ( তবে মাছের দাম সিজেন ও সাইজ অনুযায়ী কম বেশী হতে পারে)ধরা যাক,আপনি ৫০,০০০ হাজার মাছ নিয়ে চাষ করবেন ।প্রতি পিচ মাছ ৩ টাকা করে ৫০,০০০ মাজের দাম = ১,৫০,০০০ টাকা (মাছ ক্রয়)৫০,০০০ মাছগুলো যদি সঠিক ভাবে খাবার দেন ও যত্ন করেন ৫-৬ মাস পরে প্রতিটি মাছের ওজন হবে ৪০ বা ৫০ গ্রাম অর্থাৎ ২০ থেকে ২৫ টি মাছে ১ কেজি। ৫০,০০০ হাজার মাছ ছাড়লে ৫০,০০০ হাজার মাছ পাওয়া যাবে না ১ বা ২ হাজার মাছ নষ্ট হতে পারে।১ টি মাছের ওজন = ৪০ গ্রাম ৪৮.০০০ হাজার মাছের ওজন = ৪০*৪৮,০০০= ১৯২০০০০ গ্রাম বা ১৯২০ কেজি। প্রতি কেজি পাইকারি বিক্রয় মূল্য ৫০০ টাকা হলে ১৯২০ কেজি মাছের দাম =১৯২০*৫০০= ৯,৬০,০০০ টাকা (মোট বিক্রয় মূল্য) । ৫০,০০০হাজার মাছের জন্য খাবার খরচ ৪ টন ফিসফিড খাদ্য প্রতি টন খাবারে খুচরা মূল্য ৫০,০০০ টাকা । তাহলে ৪ টন খাবার এর দাম = ৪*৫০,০০০= ২,০০,০০০ (মোট খাবার খরচ) পরিবহন ও শ্রমিক খরচ হিসাবে আর ৩০ বা ৪০ হাজার টাকা লাগতে পারে।তাহলে, মোট খরচ = ১,৫০,০০০+২,০০,০০০+৪০,০০০=৩,৯০,০০০০ টাকা নীট লাভ = ৯,৬০,০০০-৩,৯০,০০০= ৫,৭০,০০০ টাকা (লাভ) । অর্থাৎ ৬ বা ৭ মাষ পর ৫০,০০০ শিং মাছ চাষ করে ৫ লক্ষ টাকার উপর লাভ করা যায়। ১ শতাংশ জমিতে ১০০০ টি শিং মাছ চাষ করা যায় , ৫০,০০০ মাছ চাষ করার জন্য ৫০ শতাংশের একটি পুকুর লাগবে। যাদের পুকুরের আয়তন ছোট অথবা মূলধন কম তারা ১০ বা ১৫ হাজার মাছ চাষ করেও মোটামোটি ভাল আয় করতে পারবেন।মাছ চাষের করনীয় কাজ সমূহ। (১) পুকুরের পাড় ভাল হতে হবে এবং পাড়ে বড় কোন গাছ থাকা যাবে না । কারন অতিরিক্ত পাতা পরে পুকুরে কাব্রনডাইঅক্সড এর পরিমান বেশী হলে মাছের জন্য ক্ষতিকর। পুকুরে সূযের আলোর পরলে ভাল।(২) বিকল্প পানি সেচের ব্যবস্তা থাকলে ভাল হয়। (৩) রাক্ষসে মাছ নিধন করতে হবে। (৪) মাছ ছাড়ার পৃর্বে প্রতি শতাংশ হারে ১ কেজি চুন প্রয়োগ করতে হবে। চুনে ক্ষতিকারক ব্যাকটিরিয়া ধংষ করে। (৫) নিয়মত সুষম ফিড খাবার দিতে হবে।মাছ প্রাপ্তিস্তান /মোকাম: বাংলাদেশের সবচেয়ে বড় মাছের ঘাটি হল ময়মনসিংহের ধলা । আপনি জেনে খুশি হবেন যে, প্রতি বছর সরকারি ভাবে একজন সফল মাছ চাষীকে রাষ্টীয়ভাবে পুরষ্কার করা হয় , পর পর ৬ বার পুরষ্কার পয়েছেন ময়মনসিংহ ধলা এর মৎস্য চাষীরা । শিং মাছের পোনার জন্য যোগাযোগ করুন: ০১৯১৯০৬৮৯৯৫ এবং Skype Name: azitbarman22ক্রতা পরিবহন খরচ গ্রহন করলে বাংলাদেশের যে কোন প্রান্তে মাছ পাঠানো হবে। কোন প্রশ্ন থাকলে মোবাইল করতে পারে। ধন্যবাদ। |