My ClickBD
'''''''''' Malaysia ভিসা ক্যাটাগরি - 3 (DP-10) ''''''''''' মালয়েশিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করতে বর্তমানে সবচেয়ে আকর্ষণীয় ভিসা ক্যাটাগরি-৩। মালয়েশিয়া সরকারের নতুন ইমিগ্রেশন পলিসিতে রয়েছে এর বিশেষ আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ মালয়েশিয়া এখন সারা বিশ্বের ব্যবসায়ী ও পর্যটকদের বিশেষ আকর্ষণ। এখানকার জীবনমান ও নাগরিক সুবিধা ইউরোপের মতো হলেও, নিত্য ব্যয় কিন্তু বেশ কম। ঢাকার খরচেও থাকা যায় মালয়েশিয়ায়। নতুন ভিসা পদ্ধতি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে অভিবাসনে আগ্রহীদের। এটাকে দাপ্তরিক ভাষায় বলা হচ্ছে, প্রফেশনাল এমপ্লয়মেন্ট পাস ক্যাটাগরি-৩। এটি হচ্ছে বিজনেস মাইগ্রেশন ভিসা। যারা মালয়েশিয়ায় নিজ নামে কোম্পানি করতে আগ্রহী তাদের জন্যে এটি আকর্ষণীয়। এই ভিসার বড় সুবিধা হচ্ছে, ভিসাধারীরা ৩ বছরের অভিজ্ঞতা নিয়ে মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের (পিআর) আবেদন করতে পারবেন। এর মানে, আপনি যখন আপনার কোম্পানির নিবন্ধন করবেন এবং কোম্পানির পরিচালক হিসেবে ওয়ার্ক পারমিট নেবেন অথবা অন্য কোনো উচ্চ ক্যাটাগরির ওয়ার্ক পারমিট নেবেন, ৩ বছর পরেই নিজ কোম্পানি বা অন্য কোম্পানিতে ৩ বছরের কাজের অভিজ্ঞতা দেখিয়ে পিআর-এর আবেদন করা যাবে। এটি সরকারের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে সহজ পদ্ধতি। ''''''''''' Malaysia ভিসা ক্যাটাগরি- 1 (DP-10) '''''''''''''' ক্যাটাগরি-১ ভিসাধারী প্রবাসীরা প্রায় মালয় নাগরিকদের সমান সুবিধাই পেয়ে থাকেন। ওয়ার্কিং ভিসায় মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন শুধু একজনই। তবে ক্যাটাগরি-১ ভিসাধারী নিজ, স্ত্রী, সন্তান ও বাবা-মাকেও নিয়ে থাকতে পারবেন মালয়েশিয়ায়। তাদেরকে মালয়েশিয়ায় ট্যাক্স পেয়ার সিটিজেন হিসেবে সম্মান করা হয়। এ ভিসাধারীরা মালয়েশিয়ায় নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেই গাড়ি এবং বাড়ির জন্যে লোন নিতে পারবেন। সুতরাং সেখানে বাড়ি কেনার সুবিধা তো থাকছেই। এটা হচ্ছে উচ্চমানের ভিসা ক্যাটাগরি। এ ভিসাধারী প্রবাসী নিজ সন্তানদের মালয়েশিয়ার সরকারি স্কুলেই পড়াশোনা করাতে পারবেন। যেটা অনেক সময় সেকেন্ড হোমের প্রবাসীরাও পারেন না। সবচেয়ে বড় সুবিধা হলো, এ ভিসাধারী ৩ বছরের মধ্যেই পি.আর. (পারমানেন্ট রেসিডেন্স) এর আবেদন করতে পারবেন। আর ব্যাংক স্টেটমেন্টসহ অন্যসব ক্ষেত্রে ১০০ তে ৬৫ বা তার বেশি পয়েন্ট ওঠাতে পারলে ভিসাধারী সহজেই পেয়ে যাবেন নাগরিকত্ব। ''''''''''' Malaysia ভিসা ক্যাটাগরি- 2 (DP-10) '''''''''''''' প্রাথমিকভাবে ২ অথবা ১ বছরের ভিসা হলেও এটা ওয়ার্কার ভিসা । আবার স্কিল বা সেমি স্কিল ভিসাও বলে। যেগুলোতে ওয়ার্কার হিসেবে কাজ করা যায়। তবে এটা সাধারণত সবাই অ্যাপ্লাই করতে পারবে । এই ভিসাটা খরচও অনেক কম । For more information please mail/call/visit our office. Office Address: Global Visa Consultant Ltd. AMIN TOWER,(Opposite to Mascot Plaza Ltd.) House # 04, Road # 1/A, Sector # 9, Uttara, Dhaka-1230 • Phones:+8801911425514;+8801819278336 E-mail: [email protected] |