My ClickBD
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মনে করেন টাকা দিলেই আমেরিকার ভিসা পাওয়া যায়! ব্যাপারটা হাস্যকর! একমাত্র আমেরিকার সরকার ছাড়া অন্য কেউ আপনাকে আমেরিকার ভিসা দেবার সামর্থ্য রাখে না। তাহলে কনসালটেন্সি ফার্ম গুলো ৮-১০ লক্ষ টাকা কেন নেয়? কারন আপনার সরলতাকে পুঁজি করে তারা আপনার গলা কাটছে! কারন তারা আপনার যে যে ডকুমেন্টস গুলো আছে শুধুমাত্র সেই ডকুমেন্টস দিয়েই আপনার ফাইল টি প্রসেসিং করবে। যদি আপনি ভিসা পান তাহলে তারা আপনার কাছ থেকে ৮-১০ লাখ টাকা আদায় করবে। আর যদি ভিসা না পান তাহলে তো তাদের কোন লস নেই কারন এমব্যাসি ফি প্লাস সার্ভিস চার্জ তো আপনি দিবেন ই!!! তারমানে আমেরিকা ভ্রমন কি আপনার ভাগ্যের উপর নির্ভর করে? এর উত্তর হল হ্যাঁ এবং এটি মাত্র ২০ শতাংশ! বাকি ৮০ শতাংশ নির্ভর আপনার ডকুমেন্টস, আপনার প্রেজেন্টেসন এবং আপনার ইন্টারভিউ এর উপর। আপনার যদি প্রয়োজনীয় এবং লিগাল ডকুমেন্টস না থাকে তবে আপনি আমেরিকার জন্য চেষ্টা না করাই ভাল!! তবে দেখা যায় অনেকেই সঠিক এবং লিগার ডকুমেন্টস থাকা সত্তেও অনেকেই ভিসা পায় না। তার কারন হচ্ছে আপনি ভিসা অফিসারকে কনভিন্স করতে পারেন নি। আরেকটা গুরুত্তপূর্ণ ব্যাপার হচ্ছে DS-160 ফর্ম ফিলাপ। আপনি যদি আগে কখনও ইউ এস এম্বাসি ফেস করে থাকেন তবে আপনি অবশ্যই লক্ষ করবেন যে ভিসা অফিসার যখন আপনার সাথে কথা বলেন তখন অধিকাংশ সময় ই উনি কম্পিউটার স্ক্রীন এর দিকে তাকিয়ে থাকেন। তার মানে হচ্ছে ভিসা অফিসার আপনার DS-160 ফর্ম পড়ছেন। সেইখানে যদি কোন ভুল উনার চোখে ধরা পড়ে তাহলে উনি সাথে সাথেই আপনাকে রিফিউয করে দিবেন এবং আপনার বাকি ডকুমেন্টস গুলো দেখবেই না!! তাই আপনার DS-160 ফর্মটি ১০০% নির্ভুল হওয়া উচিৎ। |