My ClickBD
হজ্জ প্যাকেজ ২০১৬ [ব্যাতিক্রম অফার সমূহ ] বিঃদ্র ঃ আমাদের এই প্যাকেজে ৫০ জনের বেশী হাজী নেওয়া হয় না । [ একটি বাসের হাজী ] [ ডাটা এন্ট্রি বন্ধ হওয়ার আগেই আপনার হজ্জে যাওয়া নিশ্চিত করুন] সময়কাল ঃ ৩০-৩৪ দিন, ৮ থেকে ১০ই জিলক্বদ যাওয়া ১৬ থেকে ১৮ই জিলহজ্ব এ দেশে ফেরত আসা ( টিকেট প্রাপ্তি সাপেক্ষে) আবাসন ও খাবার: মক্কা শরীফ ঃ Hilton Hotel[ হিল্টন ] দূরত্ব হারাম শরীফ চত্বর থেকে ০০-২৫ মিটার এবং দুপুর ও রাতে আমাদের ব্যবস্থাপনায় খাবার পরিবেশন। মদীনা শরীফ ঃ চত্বর থেকে ৫০-১০০ মিটার এবং আমাদের ব্যবস্থাপনায় সরবরাহকৃত খাবার। [আমাদের খাবার পছন্দ না হলে প্রতি বেলা খাবার বাবদ ৮ রিয়াল হারে ফেরত দেওয়া হবে,তবে একদিন পূর্বে অবগত করতে হবে ] তবে মদীনা থেকে মক্কায় ফেরত এসে হজ্জের পূর্বে শিষ্যা আজিজিয়ায় যে কোন স্বাভাবিক মানের বাড়ী বা হোটেলে থেকে হজ্জ সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন (৪/৫ জিলহজ্জ) মিনা জামারত থেকে ১২০০ মিটার দূরে শিশা-তে কুব্বরি রওজা'র পাশে অথবা শিষ্যা আজিজিয়ায় (জামারত থেকে হাটা দূরত্ব ১৫-২০ মিনিট) হোটেলে থাকবেন। (এই ১০ দিন এর ৬ দিন হজ্জের আনুষ্ঠানিকতা)। আজিজিয়ায় আমরা এজন্য থাকবো যে মিনা,জামারাত,মুজদালিফা অত্যান্ত নিকটে। মিনা ও আরাফাত ঃ সৌদি সরকার ও মোয়ালেম কর্তৃক নির্ধারিত তাবু ও সুনির্দিষ্ট স্বল্প জায়গা। তবে মিনা মুজদালিফায় আরামে যাতায়াতের জন্য ভিন্ন রকমের বাসের ব্যাবস্থা থাকবে। জিয়ারত [ দর্শনীয় স্থান দর্শন ] করা ঃ মক্কা ও মদীনায় এজেন্সীর খরচে প্রচলিত হজ্জ সংশিল্ট দর্শনীয় স্থান দেখানোর ব্যাবস্থা করবে। উল্লেখ্য যে, ২০১৬ সালের হজ্জে যেতে আগ্রহীদের আগামী ১৫ই জানুয়ারী ২০১৬ ইং তারিখের মধ্যে নাম বুকিং ও মুয়াল্লিম ফি জমা দিতে হবে। যাহারা সরকারী হজ্জের ওয়েবসাইটে নিদিষ্ট তারিখের মধ্যে ডাটা এন্ট্রি করতে পারবেন তাহারাই চলতি বছর হজ্জে যেতে পারবেন। [ ডাটা এন্ট্রি বন্ধ হওয়ার আগেই আপনার হজ্জে যাওয়া নিশ্চিত করুন] আমাদের ব্যবস্থপনায় যা যা রয়েছে: ১. হজ্জ্ব ভিসা, বিমান টিকেট, সৌদি সরকারের মোয়ালেম ড্রাফট, ট্রাভেলস ট্যাক্স ইত্যাদি সম্পন্ন করা। ২. বাংলাদেশ হতে মক্কা-মদীনা-মীনা-আরাফা-মুজদালিফা যাওয়া এবং হজ্জ্ব শেষে বাংলাদেশে পৌছে দেয়া। ৩. হজ্জ্বের সফরে এক বা একাধিক ওমরা পালনে সহযোগিতা প্রদান। ৪. অসুস্থ হাজীদের সাহেবানদের চিকিৎসা ব্যাবস্থা করা। ৫. প্রতি ৪০ জনের জন্য নিজস্ব গাইড প্রদান করে হজ্জ্ব সম্পন্ন করানোর ব্যাবস্থা। ৬. পবিত্র মক্কা ও মদীনার বিভিন্ন দর্শনীয় স্থান সমূহে জিয়ারত করানো। ৭. পছন্দ অনুযায়ী কুরবানী করতে সহযোগীতা করা। বুকিং এর নিয়মাবলী: ১. আমাদের হজ্জ্ব ফরম সংগ্রহ করে তা পূরন করে প্রথম কিস্তিতে ৫০,০০০/- টাকা জমা করতে হবে। ২. আবেদন ফরমের সাথে ১০ কপি পাসর্পোট সাইজ ও ১০ কপি ষ্ট্যাম্প সাইজ সদ্য তোলা রঙ্গিন ছবি এবং কমপক্ষে ৬ মাসের মেয়াদ সম্পন্ন পাসর্পোটের ফটোকপি তবে নির্ধারিত সময়ে মূল পাসপোর্ট জমা দিতে হবে। ৩. সরকার ও এজেন্সী কর্তৃক নির্ধারিত তারিখে সরকার নির্ধারিত স্থান হতে ম্যানেনজাইটিস টিকা প্রদান করে প্রদত্ত মেডিকেল কার্ডটি এজেন্সীতে জমা দিতে হবে। ৪. এজেন্সী নির্ধারিত দিনে ফ্রি বাস্তসম্মত হজ্জ্ব প্রশিক্ষণে অংশগ্রহন করতে হবে। ৫. মক্কা ও মদীনায় প্রতি রুমে ৪/৫ জন বা শেয়ারিং ব্যতীত ২ জন করে থাকতে চাইলে অতিরিক্ত খরচ প্রদান করতে হবে। আলহাজ্জ আব্দুস সালাম সনি [দীর্ঘ ১২ বছরের হজ্জ অভিঙ্গ ও মোনাজ্জেম] প্রোপাইটর আত তাবলীগ হজ্জ সার্ভিসেস, [হজ্জ লাইসেন্স নং -১৩৪২] প্রধান অফিসঃ ২৭১ জিলা পরিষদ মার্কেট ,পূর্ব আগানগর ,দঃকেরানীগঞ্জ,, ঢাকা-১০০০ আমাদের হজ্জের সংবাদ নিয়মিত দেখতে ভিজিট করুন www.hajjsangbad.com |