My ClickBD
#পোলান্ডের পড়াশুনার ব্যাপারে অগ্রসরের জন্য নিম্নক্ত বিষয়গুলো লক্ষ করুনঃ - কম খরচে পড়াশুনা শেষ করে ইউরোপে সেটেল হতে চাইলে পোলান্ড হতে পারে একটি চমৎকার সুযোগ । নানান ধরণের সুযোগ সুবিধা ও উন্নত লাইফ স্টাইল চাইলে যেকোন বিস্তারিত তথ্য ইন্টারনেটে সার্চ ও রিসার্চের মাধ্যমে দেখে নিতে পারেন । যাইহোক, পোলান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সহ Varsity বরাবর আবেদন করতে হবে । এর জন্য বেশী টাকা খরচ হয় না, এরপর অফার লেটার/ এডমিশন লেটার হাতে পেলে পোলান্ড অ্যাম্বাসি ( নিউ দিল্লি ) তে যেতে হবে ভিসার আবেদন ফি সহ । উল্লেখ্যঃ নতুন নিয়ম অনুসারে ভার্সিটিতে সিলেক্ট হওয়ার পরে টিউশন ফী আপনার পছন্দ সই ব্যাংকে গিয়ে টাকা পাঠাবেন। হাতে কোন টাকা দিতে হবে না । Tuition Fee আপনার সাবজেক্ট এর উপড় নির্ভর করবে । প্রয়োজনীয় কাগজপত্রঃ প্রসেস শুরু করার সময় সমস্ত ধরণের গাইডলাইন ও প্রয়োজনীয় কাগজপত্রের একটা তালিকা দেয়া হবে , সে অনুযায়ী আপনাকে সব কিছু গোছাতে হবে। নোট-১# ব্যাঙ্ক স্টেটমেন্ট না থাকলে প্রথমেই সেই বিষয়টা খুলে বলতে হবে, এক্ষেত্রে চিন্তার কিছু নেই , সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে । নোট-২# উল্লেখ্য টাকার পরিমাণ শুধুমাত্র কাগজপত্র তৈরী করে এডমিশন নিয়ে আসার জন্য । এছড়া, সকল ধরণের কাজ আপনার নিজের ই করতে হবে, তবে এক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা করা হবে । অন্য কোন জায়গায় চেয়ে এখানে টাকা অনেক কম, কারণ অতিরিক্ত ভুয়া হিসেব দিয়ে নয়, কাংক্ষিত সিমীত লাভেই আমি খুশী থাকব । অফিসঃ বিশ্বাসের উপর প্রমাণ সহ সকল কাজ করে থাকি । ধন্যবাদ । |