My ClickBD
উমরাহ প্যাকেজ ২০১৭ (ডিসেম্বর,২০১৬ ) ১. ঢাকা হইতে যে কোন বিমানে জেদ্দায় পৌছানো। ২. মক্কা হারাম শরীফের সীমানা হইতে মেসফালাহ ব্রিজের অথবা ৬০০-৮০০ মিঃ ভিতরে বাসস্থান থাকিবে। ৩. মদিনার বাসস্থান হারাম শরীফের সীমানা থেকে পায়ে হাটার ৫-৮মিনিটের দূরত্বে।বাসস্থানে শীতাতপ নিয়ন্তিত ব্যাবস্থা সহ উন্নত বাসস্থান থাকবে। ৪. মদিনায় আসা যাওয়া সহ ৬ দিন থাকা ও মসজিদে নববীতে জিয়ারতের ব্যাবস্থা করা। ৫. মক্কায় ৮ দিন অবস্থান সহ সর্বমোট ১৪ দিনের প্যাকেজ । ৬. খাবার উমরাহ যাত্রীর নিজ দ্বয়িত্বে । তবে খাবার সহ ইচ্ছা পোষন করিলে আলোচনা সাপেক্ষে ব্যবস্থাপনা করা হবে । ৭. উমরাহ যাত্রীর জন্য শর্ত ঃ উমরাহ যাত্রীকে অবশ্যই নির্দিষ্ট ফেরতের ফ্লাইটের দিনে দেশে প্রত্যাবর্তন করিতে হইবে ।কোন ক্রমেই অতিরিক্ত অবস্থান করা যাইবে না ।ইহার ব্যাতিক্রম হইলে এজেন্সী যাহা ক্ষতি পূরন দাবী করিবে তাহা উমরাহ যাত্রীরা দিতে বাধ্য থাকিবে ।এজেন্সী যেকোন আইনি পদক্ষেপ আমার অথবা নমিনীর বিরুদ্ধে গ্রহন কেিত পারিবে । উমরাহ যাত্রী জেদ্দা থেকে মক্কায় যাওয়ার গাড়ী সেবা পাবেন ।মক্কা মদীনা জেদ্দা নিজ দ্বায়িত্বে শেয়ারিং খরচে যাতায়াত করিতে হইবে । তসনিভ বিহীন কোন সাধারন বাড়ীতে উমরাহ যাত্রী অবস্থান করিতে পারিবে না । এই পরিবেশনায় মূল্য টাকা মাত্র । বিঃদ্র ঃ যদি ফ্লাইট সৌদিয়া অথবা বিমানে করিতে ইচ্ছুক হউন ,তাহলে অতিরিক্ত আরো ১০,০০০/-(দশ হাজার ) টাকা প্যাকেজ রেটের সাথে যোগ হইবে । আলহাজ্জ সানি পরিচালক হলি হজ গ্রুপ বাংলাদেশ বাংলাদেশ পর্যটন মন্ত্রনালয় কর্তৃক অনুমোদিত লাইসেন্স নং -হ-2152/2015 http://www.holyhajjgroup.com |