<!--[if gte mso 9]><xml> <!--[if gte mso 9]><xml> কানাডায় উচ্চ শিক্ষা উচ্চশিক্ষার জন্য তরুণদের অন্যতম পছন্দের দেশ কানাডা। কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিগ্রি যুক্তরাষ্ট্র এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর সমতুল্য এবং সারা বিশ্বে কানাডার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেয়া ডিগ্রিকে স্বীকৃতি দেয়া হয়। কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ডিগ্রি বিশ্বের প্রথম সারির দেশগুলোর সাথে তুলনীয় হলেও অধিকাংশ ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের টিউশন ফি এবং থাকার খরচ যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তুলনায় কম। থাকার ব্যবস্থা ও খরচ: কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় হলের মতই থাকার ব্যবস্থা রয়েছে। সেখানে এগুলোকে বলা হয় ডর্ম। ডর্মে থাকা বেশ ব্যয়বহুল হলেও ঝামেলা এড়ানো যায়। তবে ক্যাম্পাসের বাইর বাসা ভাড়া করে শেয়ার করেও থাকা যায়। সেক্ষেত্রে খরচ অনেক কম হবে। আবার শিক্ষার্থীরা ফোন ইন্টারনেট এসব শেয়ার করেও খরচ বেশ অনেকটা কমিয়ে আনতে পারেন। এদিকে কানাডার আলবার্টা প্রদেশসহ অনেক প্রদেশে শিক্ষার্থীরা বিনা পয়সায় বাসে ভ্রমণ করতে পারেন। বিশ্ববিদ্যালয় নির্বাচন কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বেতন বিভিন্ন রকমের হয়ে থাকে। সাধারণত একটু ছোট শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে খরচ কম হয়, কিন্তু ছোট শহর হওয়ায় চাকরির সুযোগও কম থাকে। কিছু কিছু বিশ্ববিদ্যালয় আবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপ দেয় না। কাজেই স্কলারশিপের আশা করলে এসব বিশ্ববিদ্যালয় এড়িয়ে চলতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র: কানাডায় কোন বিশ্ববিদ্যালয় ভর্তি হতে হলে একজন শিক্ষার্থীকে নিম্নলিখিত কাগজপত্রগুলো সংগ্রহ করতে হবে: · পূরণকৃত আবেদন ফরম · মানি অর্ডার/আবেদন ফি জমা দেয়ার রশিদ · শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশীটের ফটোকপির ইংরেজি ভার্সন · শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়পত্র · টোফেল বা আইইএলটিএস এর স্কোর শীট · স্যাট, জিআরই, জি ম্যাট, (চাহিদা সাপেক্ষে) এর স্কোর শীট · আর্থিক সচ্ছলতার নিশ্চয়তাপত্র (স্পন্সর এর পক্ষ থেকে) · পাসপোর্টের ফটোকপি শিক্ষা ব্যয়: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যয়ের পরিমাণ বিভিন্ন। তবে গড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে ৬ হাজার কানাডিয়ান ডলার থেকে ১৭,০০০ ডলার পর্যন্ত ব্যয় হয়ে থাকে। আর গ্র্যাজুয়েট পর্যায়ে ৬,০০০ থেকে ৩০,০০০ ডলার পর্যন্ত খরচ হতে পারে। জীবনযাত্রার ব্যয়: একজন শিক্ষার্থীর সারা বছরের থাকা খাওয়া ও অন্যান্য খরচের জন্য প্রায় ১১,০০০ থেকে ১৪,০০০ ডলার প্রয়োজন হয়। কাজ করার সুযোগ: কানাডায় অধ্যয়নরত শিক্ষার্থীরা পড়াশোনার বাইরে সপ্তাহে ২০ ঘণ্টা কাজের অনুমতি পেয়ে থাকে যা তাদের স্টুডেন্ট ভিসার মেয়াদ পর্যন্ত কার্যকর থাকে। যেসব ক্ষেত্রে একজন শিক্ষার্থীর কাজ করার সুযোগ রয়েছে সেগুলো হচ্ছে: · লাইব্রেরী এ্যাসিস্ট্যান্ট · হাউজ কিপিং এ্যাটেনড্যান্ট · সার্ভিস ম্যানেজার · হেয়ার ড্রেসার · বীচ লাইফ গার্ড · সিকিউরিটি গার্ড · রিটেইল ক্যানভাসর · একাউন্ট্যান্ট · ফ্রুট প্যাকিং ইত্যাদি · CONTACT · CEO/ Executive Director · Rakib Tours · · Address: Kha-214/E, Progoti Tower, MerulBadda, Gulshan, Dhaka-1212 · (Near Asian General Hospital Opposite Site) · · www.ytcbd.jimdo.com · Call for Detail # (88) 01632260964(88) 01632260967 ; (88) 01674892535; (88) 01718178227 · (88) 01674892535(whatsApp,Imo,Viber,WeChat and call) · Skype:- e-rakib · Twitter=@ytcbd · E-mail: [email protected] >[email protected]> [email protected]> · QQ number : 3034856452 · https://www.facebook.com/ytcticketing · https://www.facebook.com/youngtouristclubbd · https://www.facebook.com/rakib.ahmed.50 · http://facebook.com/ytcimmigrationservice · https://web.facebook.com/Young-Tourist- · Club-Bangladesh-YTC-1837113349854565/ · https://www.facebook.com/ytcbd/ · http://bikroy.com/bn/shops/ytcrakib · · ALSO VISIT OUR FB page:-https://www.facebook.com/ytcbd/ · **************************** · Note :- Subject to change anything without any prior notices. |