My ClickBD
একান্ত ব্যক্তিগত কারণে এক বছরের মাথায় ডিটারজেন্ট প্রডাকশনের রানিং প্রজেক্ট বিক্রয় করে দেয়া হচ্ছে। মিক্সার মেশিন, সিলিন্ডার, প্যাকেজিং, বিএসটিআই অনুমোদন ও ট্রেডমার্কস লাইসেন্স, মার্কেটিং ম্যাটেরিয়াল, অডিও ও গ্রাফিক এড এবং অন্যান্য দরকারি কাগজপত্রসহ রানিং প্রজেক্টের সবকিছুই একত্রে বিক্রি করা হবে। ক্রেতা নিতে পারবেন ৫-৬ রকমের দুষ্প্রাপ্য ফর্মুলাসহ আমাদের অভিজ্ঞতার পুরো খতিয়ান, দেশের বর্তমান তীব্র প্রতিযোগিতাময় বাজারের জন্য যা খুবই জরুরি।নতুন হলে হাতে-কলমে ডিটারজেন্ট উৎপাদন শিখিয়ে দেয়া হবে। যতোদিন প্রযোজন হবে সবরকম সাপোর্ট পাওয়া যাবে ইনশাঅাল্লাহ। এই প্রজেক্ট কেনার বড় সুবিধা হলো- কেনার সঙ্গে সঙ্গে সবরকম অনুমোদনসহ সর্ম্পূর্ণ বৈধভাবে পণ্য বাজারজাত শুরু করা যাবে। দেড়শ কেজির মেশিন বিএসটিআই অফিসের নির্দেশনা মোতাবেক সম্পূর্ণ এসএস স্টিল দিয়ে তৈরি, সাথে গিয়ারসহ ৫ ঘোড়া মটর।দৈনিক ২-৩ টন মাল উৎপাদন কোনো ব্যাপারই না। ২২০ বিদ্যুৎ সংযোগের মেশিন তাই দেশের যে কোনো প্রান্তে যখন খুশি প্রডাকশন শুরু করা যাবে, ৪৪০ বাণিজ্যিক লাইনের দরকার পড়বে না।খরচও পড়বে তুলনামূলক অনেক কম। আপনি যদি সত্যিই ডিটারজেন্ট ব্যবসায় অাগ্রহী হন, সুযোগটি লুফে নিতে পারেন। সরাসরি দেখে সব যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। ব্র্যান্ডের লোগোসহ অারো কিছু রানিং প্রজেক্টের স্বত্বও সঙ্গে দেয়া হবে। -বিজ্ঞাপনে ব্যবহৃত ছবি এক বছর আগের। শুধু মোটরের কালার ছাড়া বাকি সব একই আছে। একইরকম থাকবে বহুবছর। নষ্ট হওয়ার কিছু নেই। -কেবল প্রকৃত ক্রেতাগণ যোগাযোগ করুন। শুধু জানার জন্য বা কৌতূহল মেটাতে ফোন বা মেইল করবেন না প্লিজ। বিশেষ দ্রষ্টব্য: ক্রেতা হিসেবে এই প্রজেক্টে আপনি কী কী পাচ্ছেন নিচে এর ছোট্ট একটা তালিকা দিয়ে দেয়া হলো। প্রজেক্ট ডিটারজেন্ট: দ্রব্যাদির লিস্ট ১. লাইসেন্স ট্রেড লাইসেন্স, ট্রেড মার্কস ও বিএসটিআই অনুমোদন ২০২০ সাল পর্যন্ত ২. মেশিন ২২০ লাইনে চালিত ১৫০ কেজি মিক্সার মেশিন, ৫ ঘোড়া মটর, গিয়ার ও বডি, চালনি, সেমি অটো সেলাই মেশিন, ডিজিটাল ওজন স্কেল ইত্যাদি ৩. ডিজিটাল সিলিন্ডার ৫০০ গ্রাম- ৫টি, ২০০ গ্রাম- ৪টি। সর্বমোট- ৯টি ৪. মজুদ প্যাকেট ৫০০ গ্রাম ও ২০০ গ্রাম মিলিয়ে কমপক্ষে ১০০ কেজি ৫. লোগো ইংলিশ- ২টি, বাংলা ১টি এবং আরবি ১টি। সর্বমোট ৪টি। ৬. প্যাকেট ডিজাইন ৫০০ গ্রাম, ২০০ গ্রাম, বিভিন্ন বিজ্ঞাপন, পোস্টার, স্টিকার, অর্ডার বুক, চালান ইত্যাদি ৭. প্রিন্ট ও অডিও বিজ্ঞাপন ২টি অডিও রেকর্ডিং, বিভিন্ন ফরম্যাটের প্রিন্টেট বিজ্ঞাপন ৮. মজুদ প্রিন্টেট মেমো চালান পোস্টার মেমো ও চালান বই প্রায় ২০০টি। পোস্টার প্রায় ১০০০। ৯. বস্তা, সেলাই ও মিক্সারসহযোগী দ্রব্যাদি বস্তা- ২০০টি। বিভিন্ন সেলাই উপকরণ। সাথে ড্রাম, বিভিন্ন সাইজের পাত্র, ত্রিপল, গ্লাভসসহ মিক্সার সহযোগী প্রয়োজনীয় দ্রব্যাদি। ১০. ৫-৬ রকম ফর্মুলেশন এবং শ্লোগান-ট্যাগ লাইন ইত্যাদি |