My ClickBD
যাত্রার তারিখঃ ১৫ই মার্চ’২০১৯ রাত ফেরার তারিখঃ ১৮ই মার্চ’২০১৯ ভোর। ভ্রমণের সময়সীমাঃ ২ দিন ৩ রাত ভ্রমণ সাইজঃ ১২ জন ভ্রমণ প্যাকেজঃ ঢাকা - সাজেক - ঢাকা রেজিস্ট্রেশন এর শেষ তারিখঃ ২রা মার্চ’ ২০১৯ ❑ ভ্রমণ খরচঃ **নন-এসি বাসঃ - ৫,০০০/- টাকা প্রতি জন। ( ৪ জন / রুম ) - ৫,৫০০/- টাকা প্রতি জন। ( ২ জন / অথবা কাপল রুম ) **এসি বাসঃ - ৬,০০০/- টাকা প্রতি জন। ( ৪ জন / রুম ) - ৬,৫০০/- টাকা প্রতি জন। ( ২ জন / অথবা কাপল রুম ) -------------------------------------------------- ❑ ভ্রমণের_স্থান_সমুহঃ * হাজাছরা ঝর্ণা * সাজেক ভ্যালি * হেলিপেড * রুং লুই পারা * কংলাক পারা * লুসাই ঝর্ণা * স্টোন গার্ডেন * আলুটিলা গুহা * ঝুলন্ত ব্রিজ ❑ ভ্রমণ_সম্পর্কে_বিস্তারিত :- #০০ দিন ঢাকার আরামবাগ / ফকিরাপূল / কলাবাগান থেকে রাতে আমাদের নির্ধারিত বাসে রওনা দিব খাগড়াছড়ির উদ্দেশ্যে। সব কিছু ঠিক থাকলে ভোরেই পৌঁছে যাব খাগড়াছড়ি। #১ম_দিন:- খাগড়াছড়ি পৌঁছে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করবো। পথে হাজাছড়া ঝর্ণায় ১ ঘণ্টার জন্য যাত্রাবিরতি থাকবে। ঝর্ণায় এবং ( বাজারে ) ১ ঘণ্টা সময় কাটিয়ে আমরা আবার সাজেকের উদ্দেশ্যে রওনা করবো। পুরোটা সময় জুড়ে চোখে পড়বে পাহাড়ের নান্দনিক দৃশ্য আর পাহাড়বাসীর বৈচিএময় জীবনের ছবি। দুপুরের মধ্যে সাজেক রিসোর্টে চেক-ইন করবো ইনশাল্লাহ। গোসল ও হালকা বিশ্রাম শেষে বেলা আড়াইটার মধ্যে দুপুরের খাবার সেরে ফেলব। খাবার সেরে বিকাল ৩ঃ৩০ কি ৪ঃ০০ টার দিকে জীপে করে সাজেকের সবচেয়ে উঁচু জায়গা কংলাকপাড়ায় যাব। এরপর সন্ধ্যায় হেলিপ্যাডে সূর্যাস্ত, আড্ডা, ছবি তোলা শেষ করে রাতে “বেম্বচিকেন বারবিকিউ” ডিনার। #২য়_দিন:- সাজেকে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে ভোর। তাই সবাই নিজ উদ্যোগে ভোরে উঠে সাজেকের সৌন্দর্য উপভোগ করতে পারে । সকালে নাস্তা সেরে সকাল ১০ টায় পুনরায় জীপে উঠে খাগড়াছড়ি ফিরব। দুপুরের খাবার খেয়ে যাব আলুটিলা , তেরাং তৈকালাই রিসাং ঝর্ণা। সবশেষে ঝুলন্ত ব্রিজ ঘুরে সন্ধ্যা সাড়ে সাত টায় রাতের খাবার খাবো । রাত ৮ টা ৩০ এ বাস কাউনটারে থাকতে হবে। সবকিছু ঠিক থাকলে পরেরদিন ভোর ৬ টার মধ্যে ঢাকায় পৌছাব। ----------------------------------------------------------------- ❑ খাবার_মেনুঃ #১ম_দিনঃ ব্রেকফাস্টঃ পরোটা, ভাজি, ডিম এবং চা। লাঞ্চঃ সাদা ভাত, ভর্তা, মিক্সড শব্জি, মাছ দোপেয়াজো, গরুর/খাসির মাংশ ভূনা, ডাল, সালাদ ডিনারঃ বেম্বচিকেন বারবিকিউ এবং সাথে পরোটা #২য়_দিনঃ ব্রেকফাস্টঃ পরোটা, ভাজি, ডিম অথবা খিচুরি এবং চা। লাঞ্চঃ সাদা ভাত, ভর্তা, মিক্সড শব্জি, গরুর/খাসির মাংশ ভূনা, ডাল, সালাদ। ডিনারঃ সাদা ভাত, সব্জি, মুরগীর কারি, ডাল, সালাদ। ❑ প্যাকেজে_এর_মধ্যে_থাকছে:- - ঢাকা -খাগড়াছড়ি- ঢাকা বাস টিকেট। - খাগড়াছড়ি থেকে সার্বক্ষনিক জিপ গাড়ি। - খাগড়াছড়ি পৌঁছানোর পর থেকে ঢাকায় ফেরত আসা পর্যন্ত প্রতিদিন খাবার ( 2B, 2L, 2D) । - সাজেকে প্রবেশ টিকিট। - রিসোর্টে থাকার খরচ। - সাইট সিইং ❑ প্যাকেজে_যা_থাকছে_নাঃ - সকল প্রকার ব্যাক্তিগত খরচ - পার্সোনাল মেডিসিন - সফট ড্রিংস - টিপস ❑ কিছু_প্রয়োজনীয়_তথ্যাবলী:- ১. প্রয়োজনীয় ঔষুধ সাথে নিন। ২. স্পঞ্জের /রাবারের স্যান্ডেল,হ্যাট নিতে পারেন। ৩. হালকা ও সহজে বহনযোগ্য কাপড়, ব্যাগ, গামছা, ছাতা,টুথপেষ্ট+ সাবান+শ্যম্পু, সানগ্লাস, ক্যামেরা+ব্যাটারী+চার্জার+ পাওয়ার ব্যাংক সাথে নিন। ৪. সাজেকে রবি নেটওয়ার্ক ই কাজ করে তাই রবি সিম সাথে নিতে পারেন। ৫. পকেট-মালটি প্লাগ নিতে পারেন। আপনাদের ফোনগুলো একসাথে চার্জ দেয়ার জন্য। ************ ****** *** বুকিং এর নিয়ম *** ****** *********** ২রা মার্চ ২০১৯, এই তারিখের মাঝে ১,৫০০ টাকা ( অফেরত যোগ্য ) বিকাশ / রকেট / ব্যাংক একাউন্ট এর মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে আপনার বুকিং কনফার্ম করুন। - বিকাশঃ ০১৯৮৫৭৮৯৪৭২ - রকেটঃ ০১৭১৩০৪২৮২৭৫ - ডাচ বাংলা ব্যাংকঃ শতাব্দী এভিয়েশন- ২৩৫.১১০.৩৭০৮ ** ৭ই মার্চ' ২০১৯ এর মধ্যে প্যাকেজের পুরো টাকা পরিশোধ করতে হবে। ইমেইলঃ [email protected] ফেসবুকঃ www.facebook.com/shatabdiaviation ওয়েবসাইটঃ www.shatabdiaviation.com |