My ClickBD
আমাদের দেশের ৭০ ভাগ প্রজন্মই তারুন্য নির্ভর। কিন্তু পর্যাপ্ত পরিমানে চাকুরির অভাবে তরুন বেকারত্বের হারও বাড়ছে দিন দিন। বাড়ছে শিক্ষিত বেকারত্বের হার। অথচ ফ্রীল্যানন্সিং জগতে দক্ষ কর্মীর অভাব। এই তরুন বেকাররা চাইলে এখানে যেকোন একটি বিষয়ের উপর দক্ষ হয়ে এদের নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। অন্যদিকে ঘরে বসেই কাজ করার সুবিধা থাকায় মহিলারাও চাইলে তাদের পারিবারিক কাজের পাশাপাশি এই ফ্রীল্যানন্সিং করে তাদের ব্যাক্তিগত চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই ফ্রীল্যানন্সিং জগতে কাজ করার জন্য অনেক সাইট রয়েছে। যেমন- ১- www.upwork.com ২- www.freelancer.com ৩- www.microworkers.com ৪- www.fiverr.com ৫- www.peopleperhour.com তবে যেকোন ধরনের সাইটে কাজের বিষয়ে কোন ভালো প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগীতা পেলে নতুনদের জন্য উপযোগী হয়। আমি নিজে একটি প্রশিক্ষণ কেন্দ্রের সাথে জড়িত, এখানে অভিজ্ঞ ফ্রীল্যান্সার তৈরীর জন্য সার্বিক সহযোগীতা দেয়া হয়। এখন প্রফেশনালী এখানে কাজ করছি। বিস্তারিত জানতে: এসবিআই প্রাইভেট লিমিটেড ৯৮/২, ভিস্তা গার্ডেন, সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬। ফোন: ০১৮৬৫০০২৭৩৩, ০১৮৬৫০০২৭৩৪। |